ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে জমাট বাঁধা সার নিয়ে বিপাকে কৃষক

প্রকাশিত: ০৬:২৪, ২০ সেপ্টেম্বর ২০১৮

আদমদীঘিতে জমাট বাঁধা সার নিয়ে বিপাকে কৃষক

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৯ সেপ্টেম্বর ॥ চলতি আমন চাষ মৌসুমে বগুড়ার আদমদীঘিতে অসাধু ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি এবং ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। অসহায় কৃষকরা ওজনে কম এবং জমাট বাঁধানো সার বেশি দামে কিনে এক দিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে এসব সার জমিতে প্রয়োগ করে কোন সুফল পাচ্ছে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ইউরিয়া ও নন ইউরিয়া সার ক্রয়-বিক্রয়ের জন্য উপজেলায় বিসিআইসির ডিলার রয়েছে ১০ জন ও সাবডিলার (কার্ডধারী সার ব্যবসায়ী) রয়েছে ১৮ এবং অনুমোদিত পাইকারি কীটনাশক বিক্রেতা ১৭ ও খুচরা বিক্রেতা রয়েছে প্রায় দেড় শত জন। এলাকার কৃষক ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চীন, সৌদি আরব, আবুধাবি ও আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা সার বিভিন্ন প্রকারের হওয়ায় প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। এ বিষয়ে কৃষকদের সাফ কথা সার যত প্রকারেরই হোক না কেন সরকারের বেঁধে দেয়া দাম তো একই। অথচ, দেশী-বিদেশী বলে প্রতি বস্তা ৮০০ টাকার স্থলে ৮৩০ থেকে ৮৫০ টাকায় কিনতে বাধ্য করে সরকার ও কৃষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এছাড়া ওজনে কম দেয়ার ঘটনাতো রয়েছেই। এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুজ্জামান বেশি দামে সার বিক্রি ও জমাট বাঁধা সার বিক্রির কথা স্বীকার করে বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে গোপনে পরিদর্শন করা হচ্ছে। প্রমাণ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা জেনেছি বাফার গুদাম থেকেই ওজনে কম ও জমাট বাঁধা সার ডিলারদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে।
×