ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৮০ পরিবার পেল নতুন ঘরের চাবি

প্রকাশিত: ০৬:২৪, ২০ সেপ্টেম্বর ২০১৮

৮০ পরিবার পেল নতুন ঘরের চাবি

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৯ সেপ্টেম্বর ॥ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় ভেদরগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের ৮০ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টায় শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, আশ্রয়ণ-২ ‘যার জমি আছ ঘর নেই’ প্রকল্পের অংশ হিসেবে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া, আরশিনগর, চরসেন্সাস ও সখিপুর ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে ৮০টি ঘর নির্মাণ করে দিয়ে প্রত্যেক পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘরে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা। প্রতি ঘরের সঙ্গে একটি করে স্বাস্থ্যসম্মত টয়লেট সংযুক্ত করা হয়েছে। এর আগে ভেদরগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন এম এ রেজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব মিয়া, মুক্তিযোদ্ধা আঃ মান্নান রাড়ী প্রমুখ।
×