ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে আবাসিকে গ্যাস সংযোগ প্রদানের দাবি

প্রকাশিত: ০৬:২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে আবাসিকে গ্যাস সংযোগ প্রদানের দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এলএনজি (তরলায়িত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ শুরু হওয়ায় বাণিজ্যিকের পাশাপাশি আবাসিক খাতেও গ্যাস সংযোগ প্রদান করার দাবি জানিয়েছেন ঠিকাদাররা। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি তুলে ধরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ঠিকাদারদের সংগঠন। সংবাদ সম্মেলনে ঠিকাদারদের সংগঠনের নেতারা বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ২৫ হাজারের অধিক আবাসিক গ্রাহক প্রায় চার বছর ধরে গ্যাস সংযোগের জন্য যাবতীয় নিরাপত্তা জামানত, সংযোগ ফি, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথসহ বিভিন্ন সংস্থা হতে প্রচুর অর্থ ব্যয় করে রাস্তা কাটার অনুমতি সংগ্রহ করে অভ্যন্তরীণ পাইপলাইন নির্মাণসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন করে রেখেছেন। অপেক্ষমাণ গ্রাহকরা কেজিডিসিএলের অনুমোদন অনুযায়ী প্রচুর অর্থ ব্যয় করে অভ্যন্তরীণ পাইপলাইন নির্মাণসহ গ্যাস সংযোগের জন্য কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিও সম্পাদন করে। কেজিডিসিএল কর্তৃপক্ষ যথাসময়ে গ্যাস সংযোগ প্রদান না করায় গ্রাহকরা ঠিকাদারদের সঙ্গে অশোভন আচরণ, হয়রানি, নাজেহালসহ অপমান অপদস্ত করছে। কেজিডিসিএলের তালিকাভুক্ত প্রায় ৪০০ ঠিকাদার নিয়মিত ট্যাক্স প্রদান করে সরকারের রাজস্ব খাতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। কিন্তু কেজিডিসিএল কর্তৃপক্ষ অপেক্ষমাণ গ্রাহকদের সংযোগ প্রদান না করায় ঠিকাদাররা নানাভাবে লাঞ্ছিত হচ্ছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গ্যাস সঙ্কট ও গ্রাহকদের বিভিন্ন রকম হুমকি প্রদানের কারণে ঠিকাদাররা ও তাদের পরিবার অসহায় ও ভীতসন্ত্রস্ত অবস্থায় দিনযাপন করছে। এই ৪০০ ঠিকাদারসহ আরও ২ হাজার পরিবারের সদস্য গ্যাস সংযোগ কাজে জড়িত আছেন এবং তাদের আয়ের ওপর তাদের পরিবারের ভরণ-পোষণ নির্ভর করছে। আবাসিক খাতে বর্ধিত গ্যাস সংযোগ বন্ধ থাকায় তালিকাভুক্ত ঠিকাদাররা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় বিষয়টি গুরুত্ব এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান ঠিকাদাররা। তারা বলেন, পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ব্যবহার পরিবেশবান্ধব এবং নিরাপদ।
×