ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কচুয়ার ফয়েজুন্নেছা হাসপাতাল খুলে দেয়ার দাবি

প্রকাশিত: ০৬:২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

কচুয়ার ফয়েজুন্নেছা হাসপাতাল খুলে দেয়ার দাবি

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ১৯ সেপ্টেম্বর ॥ কচুয়ার দাতব্য ফয়েজুন্নেছা হাসপতাল খুলে দিয়ে সকল বিভাগের কার্যক্রমে চালু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে হাসপাতালের সামনে মাধাইয়া-কালিয়াপাড়া সড়কের মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা অবিলম্বে হাসপাতালের সকল বিভাগ খুলে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা কার্যক্রম চালুর দাবি জানান। ফয়েজুন্নেছা হাসপতালের ম্যানেজার সুজন দাস জানান, বাড়িতে হালিমা খাতুন নামের এক প্রসূতির প্রসব ব্যথা দেখা দিলে বহু চেষ্টা করেও সন্তান প্রসবে ব্যর্থ হয়ে শেষ সময়ে ফয়েজুন্নেছা হাসপতালে ভর্তি করা হয়। রোগীর স্বজনদের অনুরোধে তার সিজার অপারেশন করা হয়। সিজারের পাঁচদিন পর তাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। পরবর্তীতে অন্য রোগের অপারেশন করতে গিয়ে কুমিল্লা আদর্শ হাসপাতালে মারা যায়। মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক কারণে হাসপাতালের ইনডোর কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। বরিশালে বিপুল পরিমাণ জাল দলিলসহ আটক ৪ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক’শ সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্টসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় পুলিশ ইন সার্ভিস সেন্টারে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার পুলিশ উপজেলার ইলুহার গ্রামে অভিযান চালায়। এ সময় জাল দলিল প্রস্তুতের মূল হোতা মুহুরি আব্দুল মান্নান তালুকদারকে (৬০) আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগরীর চকবাজার ও বগুড়া রোড এলাকা থেকে বাবুল চৌকিদার (৬০), শাহজাহান হাওলাদার (৫৮) ও নজর আলী মৃধাকে (৫৭) আটক করে।
×