ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চবিতে ভবনের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: ০৬:২৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

চবিতে ভবনের ভিত্তিপ্রস্তর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস ও দফতরে সংস্কার, আধুনিকায়ন কর্মোপযোগী ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রশাসন। সুষ্ঠুভাবে কর্মসম্পাদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এ সকল পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে। চবি প্রকৌশল দফতরের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী কথাগুলো বলেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রধান প্রকৌশলী, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অফিস প্রধান, বঙ্গবন্ধু পরিষদ নেতা, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। চবি উপাচার্য এছাড়াও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে চিটাগাং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করেন। মান্দায় পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ সেপ্টেম্বর ॥ ‘সবাই মিলে কাজ করি, সবুজ ও পরিচ্ছন্ন মান্দা গড়ি’ সেøাগান নিয়ে মান্দায় বুধবার সকাল ৬টার দিকে পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আহসান হাবীব, কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকৌশলী মোরশেদুল হাসান প্রমুখ।
×