ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে দুজনকে সাসপেন্ড ॥ ৬ জনকে শোকজ

প্রকাশিত: ০৬:৩০, ২০ সেপ্টেম্বর ২০১৮

বাকৃবিতে দুজনকে সাসপেন্ড ॥ ৬ জনকে শোকজ

বাকৃবি সংবাদদাতা ॥ গত সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের ঘটনায় দুজনকে সাময়িক বহিষ্কার এবং ছয় জনকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই নোটিসে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত উত্তর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সাময়িক বহিষ্কৃতরা হলেন শিক্ষাবিষয়ক শাখার কর্মচারী মোঃ মোশারফ হোসেন, কর্মকর্তা পরিষদের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান টিটু এবং বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাসার আমজাদ, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ খাইরুল আলম নান্নু, মোঃ আবদুল বাতেন, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেল, সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আশিকুল আলম বাচ্চু ও খামার ব্যবস্থাপনা শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মোঃ হেলাল উদ্দীনকে কারণ দর্শানোর নোটিস দেয় প্রশাসন। নোটিসে বলা হয়, গত সোমবার বেলা সোয়া ১২টার দিকে উপাচার্যের অনুমতি ছাড়াই জোরপূর্বক উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রোক্টর ডিন কাউন্সিলের আহ্বায়ক, রেজিস্টার ও সাংবাদিকদের সামনে উপাচার্য ও উপ-উপাচার্যকে লক্ষ্য করে আঙ্গুল উচিয়ে অকথ্য ভাষায় কটূক্তি করে এবং অশালীন অঙ্গভঙ্গী করে। এতে করে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের প্রাশাসনিক কার্যক্রম ব্যাহত হয় এবং উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার করে যা বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধির সুস্পষ্ট লঙ্ঘন ও গুরুতর অপরাধ। চরফ্যাশনে বিদ্যুত স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১৯ সেপ্টেম্বর ॥ চরফ্যাশন পৌরসভার ৭নং ওয়ার্ডের অহিদুল্লাহ ফরাজী চৌমহনীতে বুধবার সকালে হারুন (৪৫) নামের এক ব্যক্তি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি মৌলভী সুলতান আহম্মদের ছেলে। জানা গেছে, হারুন সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে সঙ্গে স্পৃষ্ট হলে তার মৃত্যু হয়।
×