ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রুপ থিয়েটার ফেডারেশনের আন্তর্জাতিক কর্মশালা

প্রকাশিত: ০৬:৫৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

গ্রুপ থিয়েটার ফেডারেশনের আন্তর্জাতিক কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন স্বপ্নময় অভিযাত্রায় এবার অভিনয় বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার বিশেষ আয়োজন করতে যাচ্ছে। এর মাধ্যমে এবারই প্রথম সরাসরি কোন বিদেশী প্রশিক্ষক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন। নাট্যচর্চাকে সারাদেশে ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে এই কর্মশালা ৫টি জেলায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমির স্টুডিও হলে চট্টগ্রাম ও কক্সবাজারের নাট্যদল, আগমীকাল ২১ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লায়, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার নাট্যদলসমূহ, ২৪ সেপ্টেম্বর শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে বরিশাল বিভাগের নাট্যদল, ২৫ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইদহের নাট্যদল এবং ২৭ ও ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য মিলনায়তনের মহড়া কক্ষে সারাদেশ থেকে বাছাইকৃতদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালার প্রতিপাদ্য বিষয় হলো ইমবোডিং দ্য এ্যাক্টরে ওয়ার্কশপ অব ফিজিক্যাল এ্যাক্টিং। আর এই কর্মশালা পরিচালনা করবেন নরওয়ে থেকে আগত নাট্যাভিনেতা, নির্দেশক ও নাট্য শিক্ষক এস্টিনা রাভাদœা লোরেস। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ অক্টোবর বিকেল ৫টায় ভরত নাট্যশাস্ত্র ও নাট্য উৎপত্তি বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ^াস। ২৩ নবেম্বর শুক্রবার বিকেল ৫টা গ্রিক থিয়েটার ও নিয়তি ও ভবিতব্য বিষয়ে প্রশিক্ষক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. কাজল বন্দ্যোপাধ্যায়, ২১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টায় এলিজাবেথীয় থিয়েটার বা শেক্সপেরীয় থিয়েটার ও প্রাসাদ ষড়যন্ত্র বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন নাট্য গবেষক শহীদুল আল মামুন।
×