ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কলকাতার আকাশ থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট

প্রকাশিত: ০৮:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

কলকাতার আকাশ থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ ইঞ্জিনে ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছে। যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাইটে যাত্রীরা দুই ঘণ্টা বসে ছিলেন। পরে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাইটটি কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ে। প্রায় আধ ঘণ্টার বেশি সময় পর যখন কলকাতার আকাশে ফ্লাইটটি পৌঁছায় তখনেই যান্ত্রিক ত্রæটি দেখা দেয়ায় আবার ঢাকার দিকে ফেরত চলে আসে। এরপর যাত্রীরা আরও দেড় ঘণ্টার মতো সময় শাহজালাল এয়ারপোর্টে বিমানের ভেতরে বসা ছিলেন। একপর্যায়ে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। ওই ফ্লাইটের একজন যাত্রী শামীম আশরাফী বলেন, কলকাতায় প্রায় পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আকাশ থেকে প্লেন কলকাতার বিমানবন্দরে নামেনি। ফেরত এসে আরও দেড় ঘণ্টার বেশি সময় উড়োজাহাজের ভেতরেই শাহজালাল এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়। এরপর যাত্রীদের নামিয়ে দেয়া হয়।
×