ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অসমের নাগরিক তালিকা, নতুন করে নথিভুক্তি শুরু ২৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৮:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

অসমের নাগরিক তালিকা, নতুন করে নথিভুক্তি শুরু ২৫ সেপ্টেম্বর

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের অসমে নাগরিক তালিকায় নতুন করে নাম তোলা এবং এ সংক্রান্ত আপত্তি জানানোর জন্য নতুন তারিখ ঘোষণা করেছে দেশটির সুপ্রীমকোর্ট। আদালত জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। গত ৩০ জুলাই অসমের নাগরিক তালিকা (এনআরসি)-এর চ‚ড়ান্ত খসড়া প্রকাশিত হয়। সেখানে মোট ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি মানুষের নাম ছিল। ৪০.০৭ লাখ আবেদনকারীর নাম অসমের এই ঐতিহাসিক নথি থেকে বাদ পড়েছে। এই এনআরসি’র মাধ্যমেই স্থির হবে অসমের নাগরিকত্ব। এই খসড়া নিয়ে আপত্তি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, এই এনআরসি’র মাধ্যমে মুসলমানদের ওপর আক্রমণ করা হচ্ছে। অসম এনআরসি’তে সেসব নাগরিকদের নাম নথিভুক্ত হবে, যারা ২৫ মার্চ, ১৯৭১-এর আগে থেকে অসমে বাস করছেন। এনআরসি’র আবেদন প্রক্রিয়া ২০১৫ সালের মে মাসে শুরু হয়েছিল।
×