ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইমরানের জন্য খোলা হলো পবিত্র কাবা শরিফের দরজা (ভিডিও)

প্রকাশিত: ২১:০২, ২০ সেপ্টেম্বর ২০১৮

অনলাইন ডেস্ক ॥ সবার জন্য পবিত্র কাবা শরিফের ভেতরে প্রবেশের অনুমতি নেই। কিন্তু পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান সেই বিরল সুযোগটি পেলেন। পবিত্র কাবা শরিফের ভেতরে ঢুকে তিনি মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন। দায়িত্ব নেওয়ার এক মাস পর ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তিনি পবিত্র ওমরাহ হজ পালন করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (স.) এর রওজা মুবারক জিয়ারত এবং কিছু সময় কাটানোর পর মঙ্গলবার সন্ধ্যায় জেদ্দায় পৌঁছান তিনি। ইমরান খান বুধবার সকালে জেদ্দায় সৌদি রাজা সালমান ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। পবিত্র কাবা শরিফের ভেতরের প্রবেশর অনুমতি পান ইমরান খান। পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমার ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এই সফরে ইমরান খানের সঙ্গী হয়েছেন।
×