ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১০ ওভারে ১০ রানে ৮ উইকেট নিয়ে নাদিমের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ২১:০৪, ২০ সেপ্টেম্বর ২০১৮

১০ ওভারে ১০ রানে ৮ উইকেট নিয়ে নাদিমের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক ॥ ১০ রানে আট উইকেট! বিজয় হাজারে ট্রফিতে আজ বৃহস্পতিবার রেকর্ড করলেন ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, লিস্ট এ ক্রিকেটের ইতিহাসেই এটা সর্বকালীন রেকর্ড। নাদিম ভাঙলেন আর এক বাঁ-হাতি স্পিনার রাহুল সাংভির রেকর্ড। ১৯৯৭-৯৮ মরসুমে দিল্লির হয়ে নেমে উনাওতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে সাংভি ১৫ রানে নিয়েছিলেন আট উইকেট। দুই দশক পরে নাদিম সেটাকেই পেরিয়ে গেলেন। চেন্নাইয়ের মুরুগাপ্পায় ২০১৮-১৯ মরসুমে রাজস্থানের বিরুদ্ধে গড়লেন নয়া রেকর্ড। তাঁর বোলিং গড় ১০-৪-১০-৮। এদিন নাদিম রাজস্থানের প্রথম আট উইকেটই নিলেন। একসময় মনে হচ্ছিল, হয়তো দশ উইকেট তিনিই নেবেন। কিন্তু তা হয়নি। আট উইকেটেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে তাঁর দাপটেই ২৮.৩ ওভারে মাত্র ৭৩ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস। বিশ্বক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম আট উইকেট নিয়েছিলেন কিথ বয়েস। ১৯৭১ সালে তিনি ২৬ রানে নেন আট উইকেট। ১৯৮৭ সালে ডেরেক আন্ডারউড ৩১ রানে নেন আট উইকেট। পরের বছর মাইকেল হোল্ডিং ২১ রানে আট উইকেট নিয়ে বয়েসের রেকর্ড ভাঙেন। হোল্ডিংকে আবার পেরিয়ে গিয়েছিলেন সাংভি (৮-২১)। আর সাংভিকে টপকে গেলেন নাদিম। এর মাঝখানে চামিন্ডা ভাসও নিয়েছিলেন আট উইকেট। তিনিই একমাত্র বোলার যিনি একদিনের আন্তর্জাতিকে আট উইকেট নিয়েছিলেন। ২০০১-০২ মরসুমে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৯ রানে আট উইকেট নিয়েছিলেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×