ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গঙ্গামতি সংলগ্ন গভীর সাগরে দুইটি ট্রলার ডুবি ॥ ১০ জেলে উদ্ধার

প্রকাশিত: ২১:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

গঙ্গামতি সংলগ্ন গভীর সাগরে দুইটি ট্রলার ডুবি ॥ ১০ জেলে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ার পর্যটনপল্লী গঙ্গামতি সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে বুধবার মধ্য রাতে ঝড়ের কবলে পড়ে দুইটি ইঞ্জিনচালিত ইলিশের ট্রলার ডুবে গেছে। অন্তত পাঁচ ঘন্টা সাগরে ভাসতে ভাসতে ১০ জেলেকে সাগরের ৩৩কানি এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উদ্ধার করে। এরা সবাই এখন সুস্থ রয়েছেন। এর মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। এরা হচ্ছে মিলন হাওলাদার (৪৫), মো. আক্কাছ (৪০), মো. জোবায়েত হোসেন (৩৭) ও ইমান উদ্দিন (২৮)। এদের সকলের বাড়ি রাঙ্গাবালী’র মৌডুবি গ্রামে। চাপলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মসিউর রহমান উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে জানান, ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলার দু’টির ১০ জেলে জালের ফ্লোট (ভাসা) ধরে সাগরে প্রায় পাঁচ ঘন্টা ভেসে থাকে। এক পর্যায়ে সকালে কিনারে পৌছে। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কাউকে কাউকে কাপড়-চোপড় দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে সাগর প্রচন্ড উত্তাল রয়েছে।
×