ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ার উপকূলজুড়ে উৎকন্ঠায় হাজারো ফিশিংবোটের মালিক

প্রকাশিত: ২৩:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

কলাপাড়ার উপকূলজুড়ে উৎকন্ঠায় হাজারো ফিশিংবোটের মালিক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরসহ তৎসংলগ্ন উপকূলীয় কলাপাড়ায় সাগর-নদী প্রচন্ড উত্তাল হয়ে আছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে পূর্বদিক থেকে বইছে দমকা ঝড়ো হাওয়া। কখনও ঝলমলে রোদ। আবার কখনও ঝড়োবৃষ্টি। উত্তাল সাগরে ইলিশ শিকারে গিয়ে ইতোমধ্যে বুধবার রাতে দুইটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গঙ্গামতি সংলগ্ন গভীর সাগরবক্ষে এ ট্রলার দু’টি ডুবে যায়। তবে ট্রলার উদ্ধার করা যায়নি। জালের ফ্লোট (ভাসা) নিয়ে পাঁচ ঘন্টা সাগরে ভাসার পরে গঙ্গামতির ৩৩ কানি এলাকা থেকে উদ্ধার হয় ১০ জেলে। এরা সকলে এখন সুস্থ রয়েছেন। চাপলী বাজার সমিতির সভাপতি মসিউর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে এসব জেলেদের উদ্ধার করে খাবার খাইয়ে অনেককে কাপড়-চোপড় দেয়া হয়েছে। পাঠানো হয়েছে বাড়ি মৌডুবি এলাকায়। তবে এখনও মাছ ধরার হাজারো ট্রলার সাগরে ঝুঁকি নিয়ে ইলিশ শিকারে রত আছে। তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ। পুবের ঝড়োহাওয়ায় নদী-সাগরে অস্বাভাবিক জোয়ার বইছে। কুয়াকাটা সৈকতের ঝাউবাগানসহ বিভিন্ন স্পটে শত শত গাছপালা ঢেউয়ের তোড়ে ভেঙ্গে গেছে। ঢেউয়ের ঝাপটায় উৎকন্ঠায় ফিশিং বোটের মালিকরা।
×