ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমাদের সন্তানদের এই মাদকের ছোবল থেকে দুরে রাখতে হবে ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০০:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

আমাদের সন্তানদের এই মাদকের ছোবল থেকে দুরে রাখতে হবে ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মাদককে ‘না’ বলুন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর পার্বতীপুরের আমবাড়ী বাজার ঈদগাহ মাঠে আজ বৃহস্পতিবার সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস-এর যৌথ উদ্যোগে সমাবেশ প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক মোঃ জামাল উদ্দিন আহমেদ, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর সদরের রাজবাটী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্নাজ পারভীন শাপলা। সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, মাদক এখন আমাদের দেশে বড় সমস্যা। মাদক যেভাবে ছেয়ে যাচ্ছে আমাদের সন্তানদের এই মাদকের ছোবল থেকে দুরে রাখতে হবে। একটি পরিবারে একটি ছেলে যদি নেশা করে তাহলে সে পরিবারটি একেবারে ধ্বংস হয়ে যায়। মন্ত্রী সকল ভয় ভীতির উর্দ্ধে থেকে প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কাজ করার আহবান জানান।
×