ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে গান পাউডারও ককটেলসহ ৩ জামায়াত কর্মী আটক

প্রকাশিত: ০১:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

দিনাজপুরে গান পাউডারও ককটেলসহ ৩ জামায়াত কর্মী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে (৫০০ গ্রাম) গান পাউডার ও ৫টি ককটেলসহ ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। দিনাজপুর বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাকিলা পারভীন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বীরগঞ্জ উপজেলার ভোগদাম গ্রামে আব্দুল মজিদের বাড়ীতে অভিযান চালিয়ে (৫০০ গ্রাম) গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার করে। এসময় বাড়ীর মালিক আব্দুল মজিদ (৪৫), তার ছেলে মামুন (১৯) ও ভাই আব্দুল লতিফ (৪১)কে আটক করে। গ্রেফতারকৃতরা নাশকতা কার্যক্রম সংঘটিত করার লক্ষ্যে তারা এই মালামালগুলো ঘটনাস্থলে রেখেছিল। এই ঘটনায় বুধবার রাতে বীরগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নরেন চন্দ্র ৩ জামায়াত কর্মীকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাদের রিমান্ড না-মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন। আগামী রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
×