ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১০ চোরাই গাড়িসহ ৭ চোর গ্রেফতার

প্রকাশিত: ০২:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

১০ চোরাই গাড়িসহ ৭ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, লোকমান হোসেন (২৫), নিয়ামুল শরিফ (২৫), শেখ জামাল (২২), আব্দুর রশিদ মৃধা (২০), রাব্বি সিকদার (১৯), শাহ্ আলম (৫২) ও মাহাবুব সিকদার (৪৭)। বুধবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর মিরপুর, ডেমরা ও শ্যামপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারী জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ি চুরি করে আসছিল। চোরাই গাড়িগুলো কয়েক হাত বদল হয়ে যেত মুন্সিগঞ্জের ভবেরচর,মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা এলাকায়। সেখানে স্থানীয়ভাবে গাড়িগুলো বিক্রি করতো তারা। তাদের নিজস্ব লোকজন এসব গাড়ি বিক্রি করে থাকে। এছাড়া, বিআরটি-এর কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে নকল কাগজপত্র তৈরি করে থাকে অন্য আরেকটি চক্র। তিনি জানান, বিআরটি- এর নকল কাগজ সরবরাহকারী প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার করা চোরাই গাড়ির ইঞ্চিন ও চেসিস নম্বর হলো : ১.ঢাকা মেট্রো- খ-১১-৪৯০৫ চেসিস নং- EE৯৬-০০৫৪৪৯৭,২.একটি সিএনজি যাহার রেজি নং ঢাকা মেট্রো-থ-১৩-৬০৯৯ চেসিস নং A ৮০৮০৮,ইঞ্জিন নং- A22WHM ও ৮টি চোরাই মোটরসাইকেল, ৩. ঢাকা মেট্রো- ল-২১- ৪৮৯৫ (পালসার), চেসিস নং- MD2D36EZ1CCএ৩২১৬৮, ইঞ্জিন নং DHBVB ৪৭০৩২,৪. ঢাকা মেট্রো-হ-১৫-৫২২৩ নীল কালো (ইয়ামাহা) চেসিস নং ৩৬ L -৯০২৭০৫, ইঞ্জিন নং ৩৬ L ৯০২৭, ৫. ঢাকা মেট্রো-হ-২২-৫৯৭০ ফ্রিডম মোটর সাইকেল চেসিস নং MD734CAKRF ৩০০৬৬০৭, ইঞ্জিন নং E60F ৩০০৬২৩৫,৬.ঢাকা মেট্রো-ল-২৪-০৩০৬ হলুদ কালো রং এর (এফজেড) চেসিস নং-২ CL ৩১৪০৫৪৫১, ইঞ্জিন নং ২ CL ৩০০২৩১৪ ৭.ঢাকা মেট্রো-ল-২১- ৭৮৬০ (ডিসকভার) চেসিস নং- MD2DSJNZZSCএ৯৪৬৮৫ ইঞ্জিন নং JNGBSJ ৪৪৭০২,৮.ঢাকা মেট্রো-ল-১৩-৮২৪৯ কালো রং এর (পালসার)চেসিস নং MD2A11CZ3DCD ১১২০১,ইঞ্জিন DHZWDC ০৩৭৯০,৯.ঢাকা মেট্রো-ল-১০-৭৮৪৩ নীল কালো রং এর (পালসার), চেসিস নং- DHVBLG71571560, BwÄb bs- DHGBLG67236|
×