ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিএনজি চাপায় পটিয়ায় সার্জেন্ট ও কনস্টেবলকে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০২:৩৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

সিএনজি চাপায় পটিয়ায়  সার্জেন্ট ও কনস্টেবলকে  হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক থেকে সিএনজি অটোরিক্সা ধরার সময় গাড়ি চাপা দিয়ে সার্জেন্ট ও কনস্টেবলকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক অহিদুল আলমকে (৩২) আটক করা হয়েছে। সে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মৃত রাজা মিঞার পুত্র। বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ট্রাফিক সার্জেন্ট জহরুল হক ও কনস্টেবল মো. মখলেছুর রহমান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে ট্রাফিক পুলিশ সম্প্রতি মহা সড়ক থেকে অটোরিক্সা আটক অভিযান শুরু করে। এই পর্যন্ত পটিয়ায় শতাধিক অটোরিক্সা আটক করা হয়। প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় ট্রাফিক পুলিশ অভিযান চালাতে রাস্তায় নামেন। পটিয়ামূখী অটোরিক্সা (চট্টগ্রাম থ-১১-৩৮৫৭) ইন্দ্রপুল এলাকায় পৌছলে ট্রাফিক সার্জেন্ট জহরুল সিগনেল দেন। ওই সময় গাড়িটি সার্জেন্ট ও কনস্টেবলকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এতে জহরুল ও মখলেছ আহত হন। পটিয়া থানার উপ-পরিদর্শক মো.কামাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযান চলাকালে ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবলকে হত্যা চেষ্টা করায় গাড়ি চালককে আটক করা হয়েছে। বর্তমানে সে (চালক) থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত সার্জেন্ট ও কনস্টেবল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানান।
×