ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলার বাঘিনীদের সামনে আজ আমিরাত

প্রকাশিত: ০৫:৩২, ২১ সেপ্টেম্বর ২০১৮

বাংলার বাঘিনীদের সামনে আজ আমিরাত

রুমেল খান ॥ কাক্সিক্ষত লক্ষ্য হাসিলের জন্য দরকার আর মাত্র দুটি ধাপ পেরুনো। তারই প্রথমটি আজ পেরুতে হবে বাংলার বাঘিনীদের। এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের (‘এফ’ গ্রুপে) আজ স্বাগতিক বাংলাদেশের পেরুতে হবে সংযুক্ত আরব আমিরাত বাধা (তারা এ পর্যন্ত দুই ম্যাচেই হেরেছে)। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সকাল সাড়ে ১১টায় একই ভেন্যুতে লেবানন মুখোমুখি হবে বাহরাইনের। এই ম্যাচটি গভীরভাবে পর্যবেক্ষণ করবে লাল-সবুজবাহিনী। কারণ অবস্থার প্রেক্ষিতে এখন এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম। বাংলাদেশের মতো তাদেরও ২ ম্যাচে ৬ পয়েন্ট। এমনকি গোলসংখ্যাও (১৮, কোন গোল হজম করেনি) সমান। এখন তাদের বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এক ম্যাচ হাতে পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সুবিধা হচ্ছে সেই ম্যাচটি খেলার আগে ভিয়েতনাম তাদের ম্যাচটা খেলবে। সেই ম্যাচে ভিয়েতনাম যত গোল করবে (তাদের জয়ের সম্ভাবনাই বেশি) সেটা জেনে বাংলাদেশ তাদের চেয়ে বেশি গোল দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আমিরাতের বিপক্ষে। আগামী ২৩ সেপ্টেম্বর শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে অবতীর্ণ হবে স্বাগতিক বাংলাদেশ। কোন সন্দেহ নেই ওই ম্যাচটিই হতে যাচ্ছে এই গ্রুপের সেরা দল হওয়ার জন্য নিয়ামক ম্যাচ। সর্বশেষ মোকাবেলা দু’বারই আমিরাতকে হারিয়েছে বাংলার বাঘিনীরা। আজও যে তার ব্যত্যয় হবে না এ ব্যাপারে তাদের কোন সংশয় নেই। বরং আছে অফুরান আত্মবিশ্বাস। এই আসরে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে স্বাগতিক দল। বাহরাইন এবং লেবাননকে ভাসিয়েছে গোলবন্যায়। তীব্র গরমও কিশোরীদের জয়ের পথে বাধা হতে পারেনি। তারপরও সমস্যা একটাইÑ প্রচুর গোল করলেও গোল করার প্রচুর সুযোগও নষ্ট করেছে তারা। তবে এ নিয়ে মোটেও ভাবিত নন কোচ। বরং তিনি মুগ্ধ তার শিষ্যাদের পারফর্মেন্সে। তবে গোল মিসের হার যেন সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে সেটা নিয়েই কাজ করছেন তিনি। প্রচ- গরমের মধ্যে দু’দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত। তার ওপর অধিনায়ক মারিয়া একটি হলুদ কার্ড পেয়েছে। আমিরাতের সঙ্গে খেলে আরেকটি কার্ড পেলে ভিয়েতনামের বিরুদ্ধে সে খেলতে পারবে না। এই বিষয়টি মাথায় নিয়েই কোচ ছোটন আমিরাতের বিরুদ্ধে দলে কিছুটা পরিবর্তন আনতে পারেন। এখন দেখার বিষয়, আজ বাংলাদেশ কেমন ফল করে।
×