ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের নির্বাচনী বহর সড়ক পথে কক্সবাজার যাচ্ছে কাল

প্রকাশিত: ০৫:৩৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের নির্বাচনী বহর সড়ক পথে কক্সবাজার যাচ্ছে কাল

বিশেষ প্রতিনিধি ॥ উত্তরবঙ্গে নির্বাচনী ট্রেনযাত্রার পর এবার বহর নিয়ে সড়ক পথে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ বহরের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকা-কে আরও গতিশীল, দ্বন্দ্ব-বিভেদ মেটানোসহ নির্বাচনের জন্য দলকে সার্বিকভাবে প্রস্তুত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচনী বহরটি আগামীকাল শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে প্রথমে চট্টগ্রামে যাবে। পথিমধ্যে কুমিল্লা ও ফেনীতে পথসভা হবে। বিকালে চট্টগ্রামের সীতাকু- স্কুল মাঠে পথসভা শেষে নগরের সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন নেতারা। পরদিন রবিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী ও লোহাগাড়ায় পৃথক পথসভা শেষে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন দলের শীর্ষ নেতারা। কক্সবাজার জেলায়ও পৃথক দু’টি (চকরিয়া ও রামু) পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বহরে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
×