ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরনো কারাগারের ছাদে বিদ্যুত স্পৃষ্টে যুবকের মৃত্যু, কনস্টেবল আহত

প্রকাশিত: ০৫:৩৪, ২১ সেপ্টেম্বর ২০১৮

পুরনো কারাগারের ছাদে বিদ্যুত স্পৃষ্টে যুবকের মৃত্যু, কনস্টেবল আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের একটি ভবনের ছাদে রাস্তার হাইভল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিজয় সৌরভ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় পুলিশের বিশেষ শাখার কনস্টেবল সরোয়ার (২৬) আহত হয়েছে। ঘটনার পর পুলিশের গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে নাজিমুদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারের অনুসন্ধান ভবনে তারা দায়িত্ব পালন করছিল। এ সময় রাস্তায় হাইভোল্টেজ বিদ্যুতের তারে তারা বিদ্যুতস্পৃষ্ট হয়। দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। এসবির এসআই সরোয়ারকে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশের লালবাগ জোনের বিশেষ শাখার পরিদর্শক ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে পুরনো কারাগারের প্রশাসনিক ভবনের পাশে তিনতলা অনুসন্ধান ভবনের ছাদে ওই যুবক (২৭) বাঁ হাত রাস্তায় হাইভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে আটকে আছে। আশপাশে উপস্থিত পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন ফায়ার সার্ভিস এবং হেল্প ডেস্ক ৯৯৯ এ ফোন দিতে থাকে। পরে সড়কের উল্টো পাশের ভবনের ছাদ থেকে একটি বাঁশের টুকরা অনুসন্ধান ভবনের ছাদে ছুড়ে দেন। ওই বাঁশের টুকরো ব্যবহার করে অন্য পুলিশ সদস্যরা বিদ্যুতস্পৃষ্ট দু’জনকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। বিকেলে মর্গে এসে ওই যুবকের লাশ শনাক্ত করে তার স্বজনরা। পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের নাম বিজয় সৌরভ বলে জানতে পেরেছেন। আর আহত কনস্টেবল সরোয়ার পুলিশের বিশেষ শাখার মেডিক্যাল জোনের একজন সদস্য। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, এই কারাগারেই একটি ভবনের নিচতলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। বিভিন্ন কাজে যারা কারাগারে আসেন তাদের অনুসন্ধান ভবনে নাম নিবন্ধন করতে হয়। পুলিশ কর্মকর্তারা জানান, খালেদা জিয়ার মামলার শুনানি চলায় বৃহস্পতিবার সকাল থেকেই পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ছিল। কনস্টেবল সরোয়ারের দায়িত্ব ছিল অনুসন্ধান ভবনের তৃতীয় তলার ছাদে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। ধারণা করা হচ্ছে, দুপুরে আদালতে শুনানির বিরতিতে তৃতীয় তলার ছাদে এক যুবক উঠলে তার বাম হাত বিদ্যুতের তারের স্পৃষ্ট হয়ে আটকে যায়।
×