ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ

আজ ভারত বধে বাংলাদেশ?

প্রকাশিত: ০৫:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৮

আজ ভারত বধে বাংলাদেশ?

মিথুন আশরাফ ॥ এশিয়া কাপ যেন হয়ে গেছে ‘ইন্ডিয়া কাপ’। টুর্নামেন্টে ভারত এতটাই সুবিধা ভোগ করছে যে সবার মুখে এই এক আলোচনাই। সেই সুবিধার ফেরে পড়েছে বাংলাদেশ। ভোগান্তিতে পড়েছে। বৃহস্পতিবার আবুধাবিতে ম্যাচ খেলেই যে আজ বিকেল সাড়ে পাঁচটায় দুবাইয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশকে ‘সুপারফোরে’ খেলতে নামতে হচ্ছে। আর তাই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে ভারত বধ করা সম্ভব? সেই প্রশ্নও উঠছে। বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি খেলেই রাতেই দুবাই রওনা হয়েছে। দেড় ঘণ্টার ভ্রমণ শেষে রাতে হোটেলে পৌঁছে বিশ্রাম নিতে হয়েছে। এরপর সকালে উঠেই ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবনা শুরু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভাবনা খুব বেশি সময় ধরে করার কোন অপশনই নেই। সকাল গড়িয়ে দুপুর হতেই যে আবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হোটেল থেকে মাঠে যেতে হবে। কি কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ দল। কত গরম! এমন গরমে অন্তত একটি ম্যাচের পর কঠিন একটি ম্যাচের আগে, গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে ২৪ ঘণ্টা দরকার। কিন্তু বাংলাদেশ দল ভারতের মতো দলের বিপক্ষে ম্যাচে খেলতে নামার আগে ১০ ঘণ্টাও ঠিকমতো পাচ্ছে না! ম্যাচ নিয়ে ভাবার সুযোগই তো তাই নেই। ভারত এখন বাংলাদেশ ক্রিকেটারদের জন্য এমন এক প্রতিপক্ষ যাদের বিরুদ্ধে সবসময়ই জেতার তীব্র ক্ষুধা থাকে। কিন্তু সেই ক্ষুধা মেটানোর আগে ঠিকমতো প্রস্তুতি সারারই সুযোগ নেই! আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে মুশফিকুর রহীমকে বিশ্রাম দেয়া হয়েছে। পাজরে চোট পাওয়া মুশফিক যেন ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্লান্ত না থাকেন। মুস্তাফিজুর রহমানকেও বিশ্রামে রাখা হয়েছে। যেন টানা ম্যাচ খেলার ধকল থেকে বাঁচেন। দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দুইজনের কাছ থেকে এখন বিশেষ পারফর্মেন্স মিললেই হয়। এ দুইজন যদি নৈপুণ্য দেখাতে পারেন তাহলে যতই দলের বাকি ক্রিকেটাররা টানা ম্যাচ খেলায় ক্লান্ত থাকুন জয় বের করে নেয়া সম্ভব। বাংলাদেশ দলে তামিম ইকবাল নেই। এটি দলকে দুর্বল করে তুলেছে। তবে ভারত দলেও নেই বিরাট কোহলি। ইনজুরিতে ছিটকে পড়েছেন হার্দিক পা-িয়াও। এই সুযোগটি বাংলাদেশ দল কাজে লাগাতে পারে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ও এ বছর নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বেলায় গিয়ে হারের যে জ্বালা পেয়েছে বাংলাদেশ দল সেই জ্বালা আজ জিতে মেটাতে পারলেই এখন হয়। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মিঠুন, মাশরাফি, মুস্তাফিজ, রুবেলরা নিজেদের সেরাটা দিতে পারলেই সম্ভব। অসম্ভব নয়। ভারত বধ করতে পারবে বাংলাদেশ?
×