ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচনায় বসতে মোদিকে চিঠি দিলেন ইমরান

প্রকাশিত: ০৫:৪৮, ২১ সেপ্টেম্বর ২০১৮

আলোচনায় বসতে মোদিকে চিঠি দিলেন ইমরান

ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে চায় পাকিস্তান। এ জন্য সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য আলোচনার বার্তা দেয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। চিঠিতে নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চলতি মাসের শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের আহ্বান জানান হয়েছে। গত মাসে পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর এ চিঠির মাধ্যমে প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে আলোচনার জন্য প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব জানান হলো। এর আগে ইমরান খান বলেছিলেন, দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ভারত যদি এক ধাপ এগিয়ে আসে তাহলে পাকিস্তান দুই ধাপ এগিয়ে যাবে। কূটনৈতিক সূত্র জানায়, ইমরান খান দ্বি-পাক্ষিক আলোচনা পুনরায় শুরু করতে চান। এই আলোচনা ২০১৫ সালে আলোচনা শুরু হলেও পাঠানকোট হামলার পর তা বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে ইমরান খান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
×