ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৫:৪৯, ২১ সেপ্টেম্বর ২০১৮

অ ন ্য র ক ম

দামেস্ক আন্তর্জাতিক মেলা! যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে পুরনো মেলা। ১৯৫৪ সালে এটি প্রথম শুরু হয়। গৃহযুদ্ধের কারণে কয়েক বছর বন্ধ থাকার পর ২০১৭ সাল থেকে মেলাটি আবার শুরু হয়। বাণিজ্যমেলা উপলক্ষে পাঁচ লাখেরও বেশি লোক মেলায় ঘুরতে যায়। মেলার আয়োজকের কাছ থেকে সংখ্যাটি জানা গেছে। তারা আরও জানায়, মেলায় প্রবেশ করার টিকেট শেষ হয়ে যাওয়ায় তারা অনেক লোককে মেলায় ঢুকতে দিতে পারেনি। মেলা উপলক্ষে দামেস্কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এদিকে পর্যটনমন্ত্রী বিশার রিয়াদ ইয়াজি জানান, গত বছর ১৩ লাখ লোক সিরিয়ায় পর্যটক হিসেবে বেড়াতে আসেন। এ বছর তা গতবছরের তুলনায় ৩৭ শতাংশ বেড়েছে। -স্পুটনিক নিকি হ্যালির পর্দা বিলাস! জাতিসংঘে মাকিন রাষ্ট্রদূত নিকি হ্যালি তার নতুন বাসভবনের জন্য পর্দা কিনেছেন। যার দাম পড়েছে ৫২,৭০১ মার্কিন ডলার। খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পর্দা কেনার দাম বেশি হওয়ায় যিনি পর্দাগুলো কিনেছেন তাকে পরবর্তীতে অনেক প্রশ্নের সম্মুখীন করা হয়। পরে হ্যালির মুখপাত্র জানান, পর্দা কেনার পরিকল্পনাটি ওবামা প্রশাসনের আমলে নেয়া হয়েছে। হ্যালি তাতে না করেননি। খবরটি জানাজানি হলে হ্যালি তার ছবি প্রকাশ করতে মানা করে দেন। এমনকি তিনি খবরটির প্রথম বাক্যও পাল্টে দেন। তবে পর্দা কেনার বিষয়ে মন্তব্য করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের ও নিকি হ্যালিকে অনুরোধ করা হলেও তারা কোন সাড়া দেননি। -সিএনএন
×