ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতির ২১ দফা অভিযোগের মুখে নাজিব

প্রকাশিত: ০৫:৪৯, ২১ সেপ্টেম্বর ২০১৮

দুর্নীতির ২১ দফা অভিযোগের মুখে নাজিব

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক অর্থপাচারসহ ২১ দফা অভিযোগের মুখোমুখি হতে পারেন। বুধবার রাতে গ্রেফতার করার পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমডিবি) থেকে ৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যক্তিগত ব্যাংক এ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগে বুধবার পুত্রাজায়ায় নাজিবকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় নাজিবের বিরুদ্ধে মোট ২১ দফা আনতে যাচ্ছে এমএসিসি (মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন)। এর মধ্যে পাচার হওয়া অর্থ গ্রহণের নয়টি, অবৈধ অর্থ ব্যবহারের পাঁচটি, অর্থ অন্য জায়গায় সরিয়ে নেয়ার সাতটি অভিযোগ রয়েছে । এর আগে জুলাইতে তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। ওই সময় তার বিরুদ্ধে অর্থ পাচারসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। বর্তমানে তার মোট টি মামলার তদন্ত চলছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নাজিব প্রধানমন্ত্রী থাকার সময় ওয়ানএমডিবি তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেন। -বিবিসি
×