ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বল্প সুদে সবার জন্য গৃহঋণ চান গৃহায়নমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৮

স্বল্প সুদে সবার জন্য গৃহঋণ চান গৃহায়নমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সব মানুষের জন্য সহজ শর্ত ও স্বল্পসুদে আবাসন ঋণ চালু করতে হবে। সম্প্রতি সরকারী কর্মকর্তাদের স্বল্পসুদে আবাসন ঋণ চালু করা হয়েছে। একইভাবে সব মানুষের জন্য এ ঋণ চালু করলে সবার জন্য আবাসন কর্মসূচীতে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। আজ সিরডাপ মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃৃৃতায় এ কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। রিহ্যাবের উদ্যোগ সরকারের কর্মসূচীতে অত্যন্ত সহায়ক হচ্ছে। বেসরকারীভাবে উদ্যোগে আবাসন গড়ে তুলতে ব্যবসায়ীদের জন্য ঋণ ব্যবস্থা চালু করতে হবে। বিশ্বের অনেক দেশেই এক অঙ্কের সুদে ফ্ল্যাট ক্রেতা এবং ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা রয়েছে। এছাড়া ফ্ল্যাট কেনার অর্থের উৎসের বিষয়ে প্রশ্ন না তুলে নির্দিষ্ট হারে আয়কর কেটে নিলে আবাসন খাতে গতিশীলতা আসবে। রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া এবং পরিচালক ও প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান-২ কামাল মাহমুদ। অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাঁচজন করে সাংবাদিক এবং ১৪ জন ক্যামেরাম্যান পুরস্কৃত হন। ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা পাঁচজন সাংবাদিক হলেন- মাছরাঙা টেলিভিশনের হিরযুন মিরা, এনটিভির হাসানুল শাওন, একাত্তর টিভি’র জাহিদুল ইসলাম, মোহনা টিভি’র তানজিলা নিঝুম ও সময় টিভি’র সানবীর চপল। প্রিন্ট মিডিয়ার সেরা পাঁচজন সাংবাদিক হলেন- দৈনিক প্রথম আলো’র সানাউল্লাহ সাকিব, সমকালের মিরাজ সামস, মানবজমিনের এম এম মাসুদ, আমাদের সময়ের গোলাম রব্বানী ও ভোরের কাগজ পত্রিকার মরিয়ম সেজুতি। পুরস্কৃত ক্যামেরাম্যানরা হলেন- চ্যানেল আই’র মামুন হোসেন, এটিএন বাংলা’র আকাশ ইসলাম, এটিএন নিউজের রাসেল আহমেদ, জিটিভি’র রোমেল, সময় টিভি’র মঞ্জুর আহমেদ, এসএ টিভি’র সি এম মনির হোসেন, নিউজ ২৪’র রিপন, বাংলা টিভি’র কালাম, মাই টিভি’র সাগর, এনটিভি’র মিলন, এশিয়ান টিভি’র সমীর আহমেদ, বাংলা ভিশনের ইসমাইল হোসেন পলাশ, একাত্তর টিভি’র আবুল কালাম আজাদ এবং আরটিভি’র সায়মন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে দুই লাখ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। ২য় পুরস্কারপ্রাপ্তদের এক লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার প্রাপ্তদের ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।
×