ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন ক্যামেরার নতুন স্মার্টফোন আনল স্যামসাং

প্রকাশিত: ০৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

তিন ক্যামেরার নতুন স্মার্টফোন আনল স্যামসাং

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার পেছনে তিন ক্যামেরাযুক্ত ‘গ্যালাক্সি এ-৭’ স্মার্টফোনের নতুন সংস্করণ এনেছে দক্ষিণ কোরীয় স্মার্টফোন জায়ান্ট স্যামসাং। সামনের বছর গ্যালাক্সি এস-১০ প্লাস-এ এই তিন ক্যামেরা অন্যতম ফিচার হতে পারে, এমন গুঞ্জন অনেকদিন ধরে বাজারে চলছিল। মাঝারি দামের এই স্মার্টফোনের পেছনের তিন ক্যামেরায় তিন ধরনের সেটিং রয়েছে। একটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলে ১২০ ডিগ্রীর সুবিধা। এর সঙ্গে একটি ২৪ মেগাপিক্সেল-এর ‘স্বাভাবিক’ লেন্স ও একটি পাঁচ মেগাপিক্সেলের ডেপথ লেন্সও রয়েছে। ২৪ মেগাপিক্সেল লেন্সটি দিয়ে কম আলোতে ৪ পিক্সেলকে একত্র করে ১ পিক্সেলে উন্নত ছবি তোলা যাবে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পেছনে তিন ক্যামেরার স্মার্টফোন এখনও বাজারে খুব একটা প্রচলিত নয়। এর আগে চীনা স্মার্টফোন জায়ান্ট হুয়াওয়ে তাদের হুয়াওয়ে পি-২০ প্রো স্মার্টফোনটির পেছনে তিন ক্যামেরার ফিচার আনে।
×