ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ৪ কোটি ডলারের অনুদান

প্রকাশিত: ০৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

রোহিঙ্গাদের জন্য ৪ কোটি ডলারের অনুদান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা উন্নয়ন বিষয়ক একটি প্রকল্পে প্রায় ৪ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। এছাড়াও একই প্রকল্পে সহজ শর্তে ৮০ লাখ ডলার দেয়া হবে ঋণ হিসেবে। সব মিলিয়ে এ বিষয়ক প্রকল্পে ৫ কোটি ডলার অর্থায়ন করবে সংস্থাটি। দুপুরে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। ‘রিজিওনাল সাব-উইন্ডো ফর রিফিউজিস’ সংক্রান্ত ৪৮ কোটি ডলারের প্রস্তাবিত তহবিল থেকে বাংলাদেশকে এ অর্থ দেয়া হবে। চুক্তি সই অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম গুরুত্ব দেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়ে। তিনি জানান, সবশেষ অর্থবছরে প্রথমবারের মতো ঋণ ছাড় করার লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ।
×