ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু সনির রোবট কুকুর

প্রকাশিত: ০৫:৫৪, ২১ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু সনির রোবট কুকুর

মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার বিক্রি শুরু হয়েছে সনির রোবট কুকুর আইবো। নতুন এই রোবটটির বাজার মূল্য বলা হয়েছে ২৯০০ মার্কিন ডলার। গ্রাহক সরাসরি আইবো ওয়েবসাইট থেকে এটি কিনতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা রোবটটি এখন কিনতে পারলেও এটি হাতে পাবেন ছুটির মৌসুমে, ডিসেম্বরের মাঝামাঝি। ওয়েবসাইট থেকে আইবো’র ‘ফার্স্ট লিটার এডিশন’ কিনতে পারবেন গ্রাহক। এর মধ্যে থাকছে তিন বছরের ক্লাউড প্ল্যান, একটি গোলাপী বল ও হাড় আকারের একটি আইবোন এ্যাকসেসোরি, বসার প্যাড ও বিশেষ চার্জিং স্টেশন। ১৯৯৯ সালে প্রথম এই রোবটটি বাজারে আনে সনি। ২০০৬ সালে পণ্যটি বাতিল করে নির্মাতা প্রতিষ্ঠানটি। ‘ফার্স্ট লিটার এডিশন’ রোবটটি আইবো’র ষষ্ঠ সংস্করণ। নতুন ক্লাউডভিত্তিক এআই প্রযুক্তি এবং উন্নত ইমেজ সেন্সরের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং কার্যক্রমের মাধ্যমে নতুন কৌশল শিখতে পারবে এই রোবট। -অর্থনৈতিক রিপোর্টার সম্প্রতি ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১০ দিনব্যাপী ঋণের প্রক্রিয়া এবং ঝুঁকি ব্যবস্থাপনা ১৯তম ব্যাচ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন
×