ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনিয়র সচিব হলেন আরও ৬ জন

প্রকাশিত: ০৫:৫৫, ২১ সেপ্টেম্বর ২০১৮

সিনিয়র সচিব হলেন আরও ৬ জন

বিশেষ প্রতিনিধি ॥ আরও ছয় সচিবকে সিনিয়র সচিব করা হয়েছে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সিনিয়র সচিব হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, পরিকল্পনা বিভাগের সচিব মোঃ জিয়াউল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম। এ নিয়ে সরকারে সিনিয়র সচিবের সংখ্যা হলো ১১। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। এছাড়া আরও দুটি আদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আকরাম-আল-হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রৌনক জাহানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সামছুর রহমানকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
×