ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পেট্রোল বোমা হামলা মামলায় খালেদার জামিন শুনানি ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:৫৬, ২১ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লায় পেট্রোল বোমা হামলা মামলায় খালেদার জামিন শুনানি ৩০ সেপ্টেম্বর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ সেপ্টেম্বর ॥ চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রোলবোমা মেরে ৮ যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ফের পিছিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার ৫নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান বৃহস্পতিবার এ মামলার আগামী ৩০ সেপ্টেম্বর জামিন শুনানির পরবর্তী দিন ধার্য্য করেন। বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে নেয়ার পর ১ জনসহ মোট ৮ ঘুমন্ত যাত্রী মারা যায়।
×