ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে ॥ বনমন্ত্রী

প্রকাশিত: ০৬:০০, ২১ সেপ্টেম্বর ২০১৮

স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে ॥ বনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২০ সেপ্টেম্বর ॥ সরকার দেশকে বিভিন্ন সেক্টরে এগিয়ে নিচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। স্বাস্থ্য খাতে ভারত থেকে বহুগুণে এগিয়ে বাংলাদেশ। বিশেষ করে মাতৃ ও নবজাতক মৃত্যুহারের সূচকে বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। যা ভারতের চেয়েও কম। বুধবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, অতীতের স্বাস্থ্য ব্যবস্থায় যে এক ধরনের বিপর্যয় ছিল তা থেকে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করে বেরিয়ে আসছে এবং ইতোমধ্যেই এর সুফল মিলছে। মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে ইতোমধ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন। মন্ত্রী তার এলাকায় কয়েকটি সমস্যার কথা শুনে ক্ষুব্ধ হন। বিষয়টি তার অজানা ছিল। তাই এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তাছাড়া স্বাস্থ্য খাতে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয় পরিবার পরিকল্পনা অধিদফতরের ব্যবস্থাপনায়। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন নেছা শিউলী। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব মুহাম্মদ নুরুল আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের লাইন ডিরেক্টর ডাঃ মুহাম্মদ শরীফ চট্টগ্রাম বিভাগের ( স্বাস্থ্য) পরিচালক ডাঃ আবুল কাসেম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াছমিন পারভিন তিরবীজি, চট্টগ্রাম বিএমএ সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, সিভিল সার্জন আজিজুর রহমান ছিদ্দিকী, ওজিএসবি’র সাধারণ সম্পাদক ডাঃ সাহেনা আক্তার, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক ডাঃ উখ্যে উইন ববি, আনোয়ারুল আজিম, ডাঃ রকিবুল্লাহ, নজরুল ইসলাম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী প্রমুখ। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডাঃ মুহাম্মদ শরীফ, স্বাভাবিক প্রসবের প্রতি উদ্বুদ্ধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্য কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
×