ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গী বিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৬:০১, ২১ সেপ্টেম্বর ২০১৮

জঙ্গী বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের এসও রোডের ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার পদির্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ। নারী ও শিশু নির্যাতন রোধে সভা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ সেপ্টেম্বর ॥ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বহুমাত্রিক সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে আস্থা প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ দরবার হলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিলকিচ জাহান। বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন আয়োজিত নেদারল্যান্ডস এ্যাম্বাসির আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভিন। অন্যদের মধ্যে মেডিক্যাল অফিসার মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, শহর সমাজসেবা কর্মকর্তা জিয়া মির্জা ও কলাপাড়া থানার এএসআই রুমানা পারভিন বক্তব্য রাখেন।
×