ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২৯ সদস্যের নতুন কমিটি

প্রকাশিত: ০৬:০৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২৯ সদস্যের নতুন কমিটি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া চ্যাপ্টার বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রগতির সোপানে প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে অংশ নিতে আগ্রহী। চ্যাপ্টারের পক্ষে জানানো হয়েছে দেশ থেকে দূরে অর্থাৎ প্রবাসে থাকলেও তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে দৃঢ় প্রত্যয়। গত ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনির গ্লেনফিল্ডে এ সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে বসবাসরত বাংলাদেশী প্রকৌশলীদের বড় একটি অংশ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং ২০১৮-১৯ সালের জন্য ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী আবদুল মতিনকে সভাপতি ও প্রকৌশলী ড. এইচএম কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠিত হয়। এর আগে সভার প্রথম পর্বে আইইবির সদস্য প্রকৌশলী সাইফুল ইসলাম অস্ট্রেলিয়া চ্যাপ্টারের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর নানা পরিকল্পনা তুলে ধরা হয়। -বিজ্ঞপ্তি
×