ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৬:০৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২০ সেপ্টেম্বর ॥ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের আয়োজনে পিএসসি / সমমান, জেএসসি / সমমান, এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার ৯২ প্রাথমিক বিদ্যালয়, ৩০ মাধ্যমিক বিদ্যালয়, ৯ কলেজ ও ১৪ মাদ্রাসার ৫৩২ জিপিএ-৫ প্রাপ্ত এর মধ্যে ৫২২ শিক্ষার্থীকে ৭০০ টাকা এবং অতি দরিদ্র ১০ শিক্ষার্থীকে সাড়ে ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির টাকা দেয়া হয়। বৃহস্পতিবার উপজেলা হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম প্রমুখ। অভিভাবক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী ছেলেমেয়েদের শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা বিভাগের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অভিভাবক সমাবেশে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মানোন্নয়নে সব অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেনÑ বিদ্যালয়ের এক প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক তছলিম উদ্দীন, বিদ্যালয়ের শিক্ষক পলাশ বর্মণ, মামুন হোসেন, রোমানা খাতুন, মাসুদা, রুমানা, ভক্তি পাল প্রমুখ।
×