ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৫, ২১ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

দুই লাশের পরিচয় মিলেছে নিজস্ব সংবাদদাতা, সাভার, ২০ সেপ্টেম্বর ॥ বুধবার বিকেলে আশুলিয়া বাজারের আশুলিয়া ইটভাঁটি থেকে দু’ স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার তাদের পরিচয় পাওয়া যায়। কিন্তু, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতরা হলোÑ আশুলিয়ার ঘোষবাগ কোন্ডলবাগ এলাকার ধানম-ি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাথী আক্তার (১৫) ও আফরোজা সিদ্দিকা হেনা (১৫)। এর মধ্যে সাথী ঘোষবাগ এলাকার ইদ্রিসের বাসায় ও হেনা কোন্ডলবাগ এলাকার হানিফের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া থাকত। নওগাঁয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ সেপ্টেম্বর ॥ নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকসদল অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। নওগাঁ ডিবি পুলিশ জানান, বুধবার রাতে ডিবি পুলিশ রানীনগর উপজেলা সদরের লোহাচুড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সাদেক আলীর বাড়ি তল্লাশি করে তার জামাই আসিফ উল ইসলাম পলককে (২৮) গ্রেফতার করে। দৌলতপুর নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ইমরান হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ব্যাঙ্গগাড়ী মাঠ মোড়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। সে তেকালা পূর্বপাড়া গ্রামের ইয়ার আলীর ছেলে। হত্যা মামলার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ সেপ্টেম্বর ॥ মান্দায় গৃহবধূ সজনী বেগম (৩০) হত্যা মামলার সন্দেহভাজন আসামি শরিফুল ইসলাম পচাকে (২২) বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পচা উপজেলার চকজামদই মুচির মোড় এলাকার আজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া (আতারপুকুর) গ্রামে প্রতিবেশী আব্দুল খালেকের বাড়ির পেছনে পায়খানার সেফটি ট্যাঙ্ক থেকে গৃহবধূ সজনী বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। অস্ত্রসহ দুই ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ সেপ্টেম্বর ॥ জেলার বাজিতপুরে একটি পিকআপ গাড়ি, দু’নালা দুটি বন্দুকসহ আন্তঃজেলার দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার উজানচর মধ্যপাড়ায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে অস্ত্র ও গাড়িসহ হাতেনাতে তাদের আটক করা হয়। বাজিতপুর থানার ওসি জানান, কটিয়াদী উপজেলার পৌররা গ্রামের টিটু মিয়া (৩০) ও মোশররফ হোসেন (২৭) নামে দুই ডাকাতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দু’নালা দুইটি লোহার ধারালো কার্টার, একটি পিকআপ গাড়িসহ নগদ আট লাখ টাকা জব্দ করা হয়েছে। বলেশ্বরে অস্ত্রসহ জলদস্যু আটক সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২০ সেপ্টেম্বর ॥ পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের পশ্চিম পাশে বলেশ্বর নদী থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ সুন্দরবনের কুখ্যাত জলদস্যু সত্তার বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ৪ টার দিকে বলেশ্বর নদী থেকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অগ্নিকা-ে ৭ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর ফলপট্টি এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান পুড়ে গেছে। ম-লপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। জানা গেছে, বুধবার গভীর রাতে ফলপট্টি এলাকায় একটি দোকানে অগ্নিকা- শুরু“ হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ম-লপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে জুতাসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ৭টি দোকান পুড়ে যায়। ইয়াবাসহ আটক তিন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ র‌্যার-১৩ এর বিশেষ অভিযানে এক হাজার ৬২ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। র‌্যাব ১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামে অভিযান চালিয়ে ৭৭ ইয়াবাসহ একজনকে আটক করে। আটক ব্যক্তি ওই গ্রামের আব্দুল মালেক। একই সময় ফুলবাড়ী থানার সুজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে ৯৮৫ ইয়াবাসহ ২ জনকে আটক করে। তিন জামায়াত কর্মী আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গানপাউডার ও ৫টি ককটেলসহ ৩ জামায়াত কর্মীকে আটক করেছে। বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাকিলা পারভীন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার ভোগদাম গ্রামে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গানপাউডার ও ৫টি ককটেল উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক আব্দুল মজিদ (৪৫), তার ছেলে মামুন (১৯) ও ভাই আব্দুল লতিফকে (৪১) আটক করে। গ্রেফতারকৃতরা নাশকতা কার্যক্রম সংঘটিত করার লক্ষ্যে তারা এই মালামালগুলো ঘটনাস্থলে রেখেছিল। এই ঘটনায় বুধবার রাতে বীরগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। অটোরিক্সা চাপা দিয়ে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২০ সেপ্টেম্বর ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক থেকে অটোরিক্সা ধরার সময় গাড়ি চাপা দিয়ে সার্জেন্ট ও কনস্টেবলকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অটোরিক্সা চালক অহিদুল আলমকে (৩২) আটক করা হয়েছে। সে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মৃত রাজা মিঞার পুত্র। বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ট্রাফিক সার্জেন্ট জহরুল হক ও কনস্টেবল মোঃ মখলেছুর রহমান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছে। জানা গেছে, সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে ট্রাফিক পুলিশ সম্প্রতি মহাসড়ক থেকে অটোরিক্সা আটক অভিযান শুরু করে। এই পর্যন্ত পটিয়ায় শতাধিক অটোরিক্সা আটক করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় ট্রাফিক পুলিশ অভিযান চালাতে রাস্তায় নামেন। পটিয়ামূখী অটোরিক্সা ইন্দ্রপুল এলাকায় পৌঁছলে ট্রাফিক সার্জেন্ট জহরুল সিগন্যাল দেন। ওই সময় গাড়িটি সার্জেন্ট ও কনস্টেবলকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এতে জহরুল ও মখলেছ আহত হন। হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২০ সেপ্টেম্ব^র ॥ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খানকে সপরিবারে হত্যার জন্য সাভারের বাড়িতে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ডাকযোগে পাঠানো এ চিঠি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার সকালে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এসআই অপূর্ব দাসকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। চিঠিতে চাঞ্চল্যকর মারুফ খান হত্যা মামলা নিয়ে তাকে বাড়াবাড়ি না করতে বলা হয়েছে। কামরুজ্জামান খান জানান, তার চাচাত ভাই কলেজ শিক্ষার্থী মারুফ খান সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে ২১ আগস্ট (কোরবানির ঈদের আগের দিন) বিকেলে যৌন হয়রানির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার পর আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসহ একাধিক প্রতিবাদ কর্মসূচীতে নেতৃত্ব দেয়ায় আসামি ও তাদের পৃষ্ঠপোষকরা তার ওপর ক্ষুব্ধ হয়। প্রেরিত চিঠিতে বলা হয়েছে, মারুফকে খুন করলেও পুলিশ আসামিদের কোনভাবেই ধরতে পারবে না। বাম গণতান্ত্রিক জোটের মিছিল পণ্ড স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পুলিশী বাঁধায় প- হয়ে গেছে। এ সময় মিছিল থেকে জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকারসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ ঘটনাটি ঘটে। নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ চারদফা দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে তারা এই বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। আটকরা হলেন, জেলা বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাসদ সদস্য এ্যাড. খগেনন্দ্রনাথ ঘোষ ও প্রশান্ত কুমার রায়। দুপুর ১২টার দিকে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে জেলা নির্বাচন অফিসের দিকে রওনা হলে মিছিলটি বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে মিছিলটি বাধা দিয়ে পণ্ড করে দেয়। নদীতে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে পাগলা নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হচ্ছে, উপজেলার কানসাট গোপালনগরের চান্দু আলীর ছেলে পলাশ আলী । জানা গেছে, সকালে রাজমিস্ত্রির কাজে বাড়ি থেকে বের হন পলাশ আলী। কাজ শেষে বেলা পৌনে ১২টার দিকে উমরপুর পাগলা নদী ঘাটে বাইসাইকেল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় নদীতে পড়ে পলাশ আলী ডুবে যায়।
×