ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চোখের জলে মাঠ ছাড়েন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার, প্রযুক্তি থাকলে লালকার্ড দেখতেন না সি আর সেভেন- দাবি কোচের

চ্যাম্পিয়ন্স লীগের রাজা রোনাল্ডোকে লালকার্ড

প্রকাশিত: ০৬:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৮

চ্যাম্পিয়ন্স লীগের রাজা রোনাল্ডোকে লালকার্ড

জাহিদুল আলম জয় ॥ চ্যাম্পিয়ন্স লীগের অবিসংবাদিত সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রায় সব গৌরবের রেকর্ড তার ঝুলিতে। কিন্তু বুধবার রাতে তার সঙ্গী হয়েছে অগৌরবের রেকর্ড। রেফারির বাজে সিদ্ধান্তের কারণে লালকার্ড দেখে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টারকে। রোনাল্ডোর ক্যারিয়ারে এটি ১১তম লালকার্ড। এর মধ্যে এটিই চ্যাম্পিয়ন্স লীগে প্রথম। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চারবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে ছয়বার লালকার্ড দেখেছেন। সবমিলিয়ে মোট সাতবার সরাসরি লালকার্ড দেখেছেন। এর মধ্যে পরশু রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে যেভাবে দেখেছেন সেটা বোধহয় কোনদিন ভুলতে পারবেন না। এ যেন লঘু পাপে গুরু দ-! মূলত ভ্যালেন্সিয়া ডিফেন্ডার জেইসন মুরিলোর পাকা অভিনয়ের শিকার হয়ে লালকার্ড দেখেন তিনি। রোনালল্ডোর অপরাধের মধ্যে এটুকুই যে তিনি মুরিলোর মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ানোর তাগাদা দিয়েছিলেন। তবে চুল টেনেছিলেন কিনা তা বোঝা যায়নি। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে তাকে লালকার্ড দেখান মাঠের রেফারি ফেলিক্স ব্রিচ। চ্যাম্পিয়ন্স লীগের রাজা বলা হয় রোনাল্ডোকে। এই টুর্নামেন্টে নামলেই অন্য এক চেহারায় দেখা যায় তাকে। রিয়ালের হয়ে ভূরি ভূরি সাফল্য পেয়েছেন, এবার জুভেন্টাসের হয়ে রাঙাবেন! কোথায় কী? জুভদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের অভিষেকেই লালকার্ড দেখেছেন সি আর সেভেন। ক্যারিয়ারের ১৫৪ চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে যেটি তার প্রথম লালকার্ড পাওয়ার ঘটনা। রোনাল্ডো হয়তো এতটা ভাবেননি। লালকার্ড দেখে বেশ হতাশ হয়ে পড়েন তিনি। মাঠের মধ্যেই কান্না জুড়ে দেন। কাঁদতে কাঁদতেই ছেড়ে গেছেন পিচ। শাস্তি যে আরও বাকি রয়েছে! যে কাজ করেছেন তাতে এক ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত। এই নিষেধাজ্ঞাটা হতে পারে তিন ম্যাচ পর্যন্ত। এক ম্যাচ নিষিদ্ধ হলে ২ অক্টোবর ইয়ং বয়েজের বিপক্ষে খেলতে পারবেন না রোনাল্ডো। দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরও বড় কষ্ট বয়ে আনবে। ২৩ অক্টোবর তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ জুভেন্টাসের। তিন ম্যাচ নিষিদ্ধ হলে ৭ নবেম্বর ঘরের মাঠে ম্যানইউর বিপক্ষে ফিরতি লড়াইটাও মিস করবেন। রোনাল্ডোর লালকার্ডে বিস্মিত হয়েছেন জুভেন্টাসের হয়ে দুই গোল করা বসনিয়ার মিডফিল্ডার পাজানিচ। তিনি বলেন, ফুটবল একটা আজব খেলা। শুরুর সময়টার পর আমরা ৪-০ ব্যবধানে এগিয়ে থাকতে পারতাম। কিন্তু তারপরই ওই অদ্ভুত লালকার্ডটা এলো। এটা ছিল ২০১৬ সালে লিঁওর বিপক্ষে ম্যাচটার মতো। আমরা দৃঢ়তা দেখিয়েছিলাম এবং ফাইনালে পৌঁছাতে যে আত্মবিশ্বাস প্রয়োজন ছিল তা খুঁজে পেয়েছিলাম। সেটাই আমাদের আবারও করা দরকার। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রিও বিস্মিত রেফারির কা-ে। তিনি মনে করেন, এটা কিছুতেই লালকার্ডের মতো ঘটনা ছিল না। ফুটবল বিশেষজ্ঞ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার পল স্কোলসের বিশ্বাস, রোনাল্ডো ওল্ডট্র্যাফোর্ডে ফেরার সুযোগ পাবেন। তার মতে রোনাল্ডো নিষেধাজ্ঞা পেলেও সেটি হবে সর্বোচ্চ এক ম্যাচ। এতে তিনি শুধু ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচটাই খেলতে পারবেন না। এক সময়ের সবচেয়ে দামী ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের বিশ্বাস, এই লালকার্ডের বিপক্ষে আপীল করবে জুভেন্টাস। ইংল্যান্ডের সাবেক এই তারকা ডিফেন্ডার বলেন, আমি নিশ্চিত রোনাল্ডো ও জুভেন্টাস এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবে।
×