ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উৎসবের শহর নীলফামারী

রেডিয়্যান্ট-বসুন্ধরা কিংস প্রীতি ফুটবল ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৮

রেডিয়্যান্ট-বসুন্ধরা কিংস প্রীতি ফুটবল ম্যাচ আজ

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় মালদ্বীপ প্রিমিয়ার লীগের চারবারের চ্যাম্পিয়ন নিউ রেডিয়্যান্ট ক্লাব ও বসুন্ধরা কিংসের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বসুন্ধরা কিংসের নিজস্ব হোম ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে নীলফামারী। শহরের বিভিন্ন প্রান্ত সাজানো হয়েছে ভিন্ন রূপে। প্রথমবার যেমনটি হয়েছিল গত ২৯ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচের সময়। তাই দ্বিতীয়বারের মতো নীলফামারীতে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার আনন্দ যেন বিশেষ উৎফুল্লতা সৃষ্টি করেছে জেলার ক্রীড়াপ্রেমী মানুষজনের মাঝে। নীলফামারীর মাটিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ যেমন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে তেমনি এই ম্যাচটিও সাক্ষী হওয়া ছাড়াও দুই দলের বিদেশী খেলোয়াড়দের পায়ে বলের নৈপুণ্য দেখবে নীলফামারীর দর্শকরা। খেলা ঘিরে শেখ কামাল স্টেডিয়ামে প্রস্তুতি শেষ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, জেলাবাসী এই আয়োজনকে সার্থক হিসেবে গ্রহণ করেছে। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখবে ম্যাচটি। সরকারের উন্নয়নের যে প্রমাণ সেটি স্বচোখে দেখবে আন্তর্জাতিক মহলও। প্রায় ২১ হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করবে বলে আয়োজকরা আশা করছে। জেলার ১২টি বাণিজ্যিক ব্যাংক ও শেখ কামাল স্টেডিয়ামের কাউন্টারে টিকেট বিক্রি চলছে। মূল্য রাখা হয়েছে ভিআইপি ১০০০ ও সাধারণ গ্যালারি ১০০ টাকা। দর্শক হিসেবে বাংলাদেশে মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাথ শান শাকির নীলফামারী আসার কথা রয়েছে, সেই সঙ্গে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এই খেলায় বসুন্ধরা কিংস দলে রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে এবার যোগ হয়েছেন গাম্বিয়ান স্ট্রাইকার উসমান জ্যালোর। বসুন্ধরা কিংসের আক্রমণভাগে ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে জুটি বাঁধবেন চ্যাম্পিয়ন্স লীগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন উসমান জ্যালো। সেই সঙ্গে নীলফামারীতে মালদ্বীপের ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন নিউ রেডিয়্যান্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হতে যাচ্ছে এই জুটির। এছাড়াও মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবে স্পেনের রুইজ পাজ এঞ্জেল লুইস, আমির গোরবানি ও উগান্ডার কিপসন আথুইরেসহ রয়েছেন মালদ্বীপের জাতীয় দলের খেলোয়াড়। ঢাকা প্রিমিয়ার লীগের ২৪টি খেলার মধ্যে ১২টি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো অংশ নেয়া বসুন্ধরা কিংসের দলকে শক্তিশালী করতেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে। মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব একটি শক্তিশালী দল। মালদ্বীপের জাতীয় দলের শক্তিশালী ছয়জন খেলোয়াড় রয়েছেন ওই দলে। এছাড়াও তাদের দলে দেশের বাইরের খেলোয়াড় রয়েছেন। দলটি র‌্যাঙ্কিংয়েও এগিয়ে। তাদের সঙ্গে ম্যাচটি খেলে আমাদের শক্তি যাচাই করতে যাচ্ছি। আমরা তাদের চ্যালেঞ্জের শক্তি নিয়েই মাঠে নামছি। শুক্রবার মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব ও বসুন্ধরা কিংস ক্লাবের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে তিনটি পুরস্কার রাখা হয়েছে।
×