ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি শুরু স্বাগতিক বাংলাদেশ দলের

প্রকাশিত: ০৬:৫৪, ২১ সেপ্টেম্বর ২০১৮

প্রস্তুতি শুরু স্বাগতিক বাংলাদেশ দলের

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্ভাগ্যজনকভাবে সেমিতে উঠতে পারেনি। বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। সেই কষ্ট ভুলতে না ভুলতেই আজ থেকে আবার প্রস্তুতিতে নামছেন জামাল ভুঁইয়ারা। আগামী ১-১২ অক্টোবর পর্যন্ত সিলেট, কক্সবাজার এবং ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জাতির পিতার নামের টুর্নামেন্টের সূচীও চূড়ান্ত হয়েছে। ১ অক্টোবর সিলেটে প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় জেমি ডে’র দল খেলবে লাওসের বিপক্ষে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের শেষ ম্যাচ ৫ অক্টোবর ফিলিপিন্সের বিপক্ষে। এই আসরে গ্রুপপর্বের দুই প্রতিপক্ষই শক্তিশালী। দু’দলই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ওপরে। প্রায় ১৮ মাস পর বাংলাদেশ যে আন্তর্জাতিক ফুটবলের প্রথম ম্যাচ খেলেছিল সেটা লাওসের বিপক্ষেই। গত মার্চে প্রীতি ফুটবল ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তখন কোচ ছিলেন এ্যান্ড্র অর্ড। তাই গ্রুপে লাওস সম্পর্কে মোটামুটি জানা থাকলেও ফিলিপিন্সকে নিয়ে অজানা। টুর্নামেন্ট শুরু হতে আর বাকি ১০ দিন। প্রস্তুতিও শুরু করে দিয়েছে জাতীয় দল। ইতোমধ্যে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দল থেকে বাদ পড়েছেন সাফে বাংলাদেশকে ডোবানো গোলরক্ষক সোহেল। বাকি সবাই আছেন। নতুন যোগ হয়েছেন আরও কয়েকজন। গতকাল কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চিতে ফুটবলাররা রিপোর্ট করেছেন। আজ থেকে শুরু হবে আসল প্রস্তুতি। গ্রুপ ‘এ’: নেপাল, ফিলিস্তিন, তাজিকিস্তান গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ফিলিপিন্স, লাওস ম্যাচের সূচী ১ অক্টোবর বাংলাদেশ-লাওস সন্ধ্যা ৬.৩০ ২ অক্টোবর নেপাল-তাজিকিস্তান সন্ধ্যা ৬.৩০ ৩ অক্টোবর লাওস-ফিলিপিন্স সন্ধ্যা ৬.৩০ ৪ অক্টোবর তাজিকিস্তান-ফিলিস্তিন সন্ধ্যা ৬.৩০ ৫ অক্টোবর বাংলাদেশ-ফিলিপিন্স সন্ধ্যা ৬.৩০ ৬ অক্টোবর ফিলিস্তিন-নেপাল সন্ধ্যা ৬.৩০ সেমিফাইনাল ৯ অক্টোবর গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ দুপুর ২.৩০ ১০ অক্টোবর গ্রুপ ‘্এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ দুপুর ২.৩০ ফাইনাল ১২ অক্টোবর
×