ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:৫৮, ২১ সেপ্টেম্বর ২০১৮

ফ্যাশন সংবাদ

শরতে ব্যাঙ ঋতু বৈচিত্রে শরতের অবস্থান ভিন্নতর। তাই তো শরত ঋতুকে সামনে রেখে ব্যাঙ আয়োজন করেছে রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক। ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করেছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলোশার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানা রকম মানানসই পোশাক। শরতের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। হট লাইন : ০১৯৭৭ ১১ ২২ ৬৪। আর্ট শরত ঋতুতে ফ্যাশন হাউস আর্ট শোরুমে নানা রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পোশাক পাওয়া যাচ্ছে। শরত ঋতু উপলক্ষে আর্ট ফ্যাশন হাউস নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছে। ঋতু বৈচিত্র্যের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যে কোন উৎসবে নিত্যনতুন ডিজাইনের ব্যাপক পোশাকের আয়োজন করে আর্ট। ফ্যাশন হাউস আর্টের পোশাক তৈরি হয়েছে সুতি, সিল্ক, খাদি কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। নকশা করা নিজস্ব ডিজাইনে নতুন চিন্তা, লেআউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্নমাত্রার আমেজ। শরত উৎসব আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং এক্সেসরিজের ব্যবহারে। জেন্টল পার্ক সমকালীন ডিজাইন আর পরিচ্ছন্ন মডার্ন লুকের জন্য তরুণ-তরুণীদের পছন্দের স্টোর জেন্টল পার্ক। প্যাটার্ন ও ডিজাইন বৈচিত্র্য নিয়ে ফ্যাশন ট্রেন্ডে আধুনিকতার প্রকাশ তাই ব্র্যান্ডটির পোশাকি ক্যানভাসে। আপ টু ডেট মেনজ, ওমেন ও জুনিয়র এই তিন ধরনের আউটফিটে বরাবরই থাকছে টেইলরিং মুন্সিয়ানা। ১৯ সেপ্টেম্বর ব্র্যান্ডটির ১ যুগপূর্তি উপলক্ষে কেনাকাটায় দেয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। মাত্র তিন দিনের জন্য সারাদেশের জেন্টল পার্ক স্টোরে যে কোন পণ্য ক্রয়ে মিলবে শর্তহীন ৩০ ভাগ মূল্যছাড়ের সুযোগ। উল্লেখ্য, যুগপূর্তি ৩০ ভাগ ছাড়ের অফার এবং নতুন প্রোডাক্ট লাইনের আপডেট জানতে জেন্টল পার্ক ফেসবুক পেজে নিয়মিত অনুসরণ করেন প্রায় ৯ লাখ ফ্যাশনহান্টার। দেশের হাতেগোনা যে ক’টি জনপ্রিয় ব্র্যান্ড ফেসবুক কর্তৃক ভেরিফাইড হলো তার মধ্যে জেন্টল পার্ক অন্যতম। স্টোর ছাড়াও অনলাইনে পণ্য ক্রয়ের জন্য ভিজিট করুন িি.িমবহঃষবঢ়ধৎশ.পড়স ইট স্টেশন ব্যতিক্রম যারা তারা সাধারণত মজার মজার ও ব্যতিক্রমধর্মী সব খাবারের পসরা সাজিয়ে থাকেন অতিথিদের জন্য। আর খাবারের মানের পাশাপাশি দামও যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে তো সেই ক্যাফেটি খুব অল্প দিনেই বেশ পরিচিতি লাভ করে। এ রকমই একটি ক্যাফে হচ্ছে ‘ইট স্টেশন’। রাজধানী ঢাকার ধানম-ির সাত মসজিদ রোডের ১০০/১ বাড়িতে, ১১/এ রাস্তায় অবস্থিত ক্যাফেটি। সম্প্রতি (গত ১৫ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায়) আনুষ্ঠানিকভাবে ‘ইট স্টেশন’ ক্যাফের উদ্বোধন অনুষ্ঠান হয়।
×