ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চৈতন্যের অপার মুগ্ধতা

প্রকাশিত: ০৭:০৪, ২১ সেপ্টেম্বর ২০১৮

চৈতন্যের অপার মুগ্ধতা

আশির দশকের কবি মাজহারুল ইসলাম সরকারের ‘অন্য এক বসবাস’ কবিতাগ্রন্থে আমরা খুঁজে পাই কবির ব্যাকুলতা, উৎকণ্ঠা, ব্যক্তির ভেতর অব্যক্তিকতা, সময়ভাঙা সাহসী শব্দ আর সহজবোধ্য ভাষার গতিময়তা যা পাঠককে স্পর্শ করে। কবি ১৭২ পৃষ্ঠার কবিতাগ্রন্থকে ৩টি কাব্যপর্বে বিন্যস্ত করেছেন- শব্দস্বপে; ৬৪টি কবিতা, নিজস্ব নিবাসে; ৫২টি এবং নিরন্তর অনুভবে; ৫২টি মোট ১৬৮টি কবিতা মুদ্রিত হয়েছে। মানুষ স্বপ্ন দেখে-আবার স্বপ্ন ভেঙেও যায়, স্বপ্নের আসলে ঘরবাড়ি নেই,কখনো ইচ্ছের ছেঁড়া পাতায় চাঁদ হয়ে ওঠে এবং মহূর্তে অদেখা পাখার বাতাসে উড়ে যায়। আমরা কবির কবিতায় দেখি-‘পাখির ঠোঁটে স্বপ্নের বসবাস/রোদের ঠোঁটে স্বপ্নের বসবাস/বৃষ্টি ঠোঁটে স্বপ্নের বসবাস/বাতাসের ঠোঁটে স্বপ্নের বসবাস...স্বপ্নপুর এখনও অজানা অনেক দূর/দূর আকাশে চন্দ্র প্রদীপ/এন্টার্কটিকা বুকে অদেখা দূরদ্বীপ’(স্বপ্নপুর-১৬) আবার কবি বলেন-‘কল্পো¯্রােতে ভেসে চলে /সহ¯্র শুদ্ধ সম্পর্ক/দূরত্বকে দূরে রেখে/ধরে রাখা আত্মগত অদূর অতীত’(ভিজে সম্পর্ক-৪৬) কবির স্বপ্ন বারবার পুড়ে যায় এভাবে- ‘জ্যামিতিক নিয়মে বড় হয়/একক জীবনের অনেক দায়...স্বপ্ন সমুদ্রে ডুব দ্যায়/স্বপ্ন মাছের চন্দ্রচোখ’(প্রাপ্তি গাণিতিক-৭৯) তাঁর কবিতায় আমরা লক্ষ্য করি মনোবিক্ষণ ও মানবিকতার পরিব্রাজকবৃত্তির নান্দনিক অনুষঙ্গ। উদাহরণÑ ‘প্রশ্নপত্রের বাইরে/শিশুর অসংখ্য প্রশ্নের মতো/প্রশ্নঘরে ঘর বাঁধে/ অনেক প্রশ্ন/ চোখের অলক্ষ্যে/গা গতরেবড় হয়/প্রত্যেক প্রশ্ন/ পরিযায়ি পাখির ছানা..’( প্রশ্নভ্রমণ-৮৪) আবারÑ‘অতীত কখনও একা থাকে না/মরুভূতিতে বালুর বসবাস/কোন কিছু অতীত হয় না কখনও/শীত ঘুমে থাকা ভাল্লুক’( এক থাকে না অতীত-৯৪) কিংবা অন্যদিকে কবি বেঁচে থাকার অর্থ খোঁজেন বিপরীত ভাবনায় এভাবেÑ ‘বেঁচে থাকা বড় কথা/বড় ভুল, হাতের মুঠোয় আনন্দ জীবন/নির্ভুল’(শুধু বেঁচে থাকা নিরর্থক-১৬০) তথ্য-প্রবাহের আধুনিক যন্দ্রশাসিত যুগে কবিতা স্বপ্নাহত হয়। তাই বিষয়বস্তুর বাইরে কবিতার করণ-কৌশলগত দিক থেকে ইঙ্গিতপ্রধান কাব্যভাষায় একটা আড়াল তৈরি হয়Ñঅন্তরমুখী প্রেষণ। অথচ স্বপ্ন আর ভালবাসা মানুষকে বাঁচিয়ে রাখে। কবির ভাষায়-‘ হতে পারিনি তোমার/যতটা ঠিক/তার চেয়ে বেশি ঠিক/হতে পারিনি আমার/কষ্ট-দগ্ধ স্বপনহাত/হতে না পারার হাতে বন্দী’(বন্দী-১১২) গ্রন্থটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস সোবহান। ঝকঝকে ছাপা মাতৃভাষা প্রকাশের বইটির মূল্য ৫০০ টাকা। কবি মাজহারুল ইসলাম সরকারের ‘অন্য এক বসবাস’ কবিতা গ্রন্থটির বহুল পাঠ আশা করি। জয় হোক কাব্যের মুক্ত হোক মানুষের মন... নবনিতা রুমু সিদ্দিকা
×