ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাশরাফি

প্রকাশিত: ১৮:১৭, ২১ সেপ্টেম্বর ২০১৮

ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাশরাফি

অনলাইন ডেস্ক ॥ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজই ভারতের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আফগানিস্তান ম্যাচ শেষে মাত্র ১৩ ঘন্টা ব্যবধানে মাঠে নামতে হবে টাইগারদের। অন্যদিকে, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন পুরোটা সময় বিশ্রামের সুযোগ পেয়েছে ভারতীয় দল। এছাড়া, ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের হার টাইগারদের কিছুটা হলেও চাপে রেখেছে। যদিও অগুরুত্বপূর্ণ সেই ম্যাচ নিয়ে বেশি চিন্তা করতে চায় না দল। সুপার ফোরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় অধিনায়ক মাশরাফি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফি বলেন,‘আফগানিস্তান ৪০ ওভারের পর আমাদের উড়িয়ে দিয়েছে। তারা খুবই ভালো খেলেছে। আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিং আপ টু মার্ক ছিল না।’ তিনি আরও বলেন, ‘আমাদের শুক্রবার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ছেলেদের সতেজ থাকতে হবে। এরকম গরমে পরপর দু'দিন খেলা এবং ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি। আশা করছি ভালোভাবেই আমরা রিকোভারি করতে পারব। মুস্তাফিজ ও মুশফিক আজ বিশ্রামে ছিল। তারা ফিরে আসলে ভালো হবে।’
×