ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে দুর্বৃত্তরা আগুনে জ্বালিয়ে দিল বিধবার বসত বাড়িটি

প্রকাশিত: ০১:৪৫, ২১ সেপ্টেম্বর ২০১৮

লালমনিরহাটে দুর্বৃত্তরা আগুনে জ্বালিয়ে দিল বিধবার বসত বাড়িটি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে দেবরের পৈত্রিক জমিতে করা বসত বাড়িটিও আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার(২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া চৌরাহা গ্রামের মৃত ইসমাইলের বিধবা স্ত্রী সালমা বেগমের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, বসত ভিটা হারিয়ে তিস্তা নদীর দ্বীপ চর আরাজি ছালাপাক গুচ্ছগ্রামের বসবাস করতে ইসমাইল সালমা দম্পত্তি। কয়েক বছর পর সরকারী ভাবে পাওয়া গুচ্ছগ্রামের বসত বাড়ি নদীর গর্ভে বিলিন হলে অন্যের জমিতে মাথা গোজার ঠাঁই করেন তারা। এরপর স্বামী ইসমাইলের মৃত্যুতে একাকি হয়ে পড়েন বিধবা সালমা বেগম। গত বছর পুনরায় তিস্তার ভাঙ্গনে ভিটেমাটি হারান সালমা বেগম। এরপর একই এলাকার চৌরাহা গ্রামের দেবর ইচাহাক আলীর জমিতে একটি কুড়ে ঘর ও এক ছায়লা টিনের ঘরে সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন বিধবা সালমা বেগম। সেই জমি দীর্ঘ দিন ধরে জবর দখলে চেষ্টা করছে পাশের হাজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মহিষখোচা ইউনিয়ন একটি রাজনৈতিক দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক। জমিটি নিয়ে উভয় পক্ষই আদালতে মামলা দায়ের করেন। কাজের সন্ধানে সন্তানরা ঢাকা শহরে চলে গেলে একা থাকেন বিধবা সালমা। এ সুযোগে শুক্রবার(২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আব্দুল মালেক সরকার গংরা শতাধিক বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হঠাৎ বিধবা সালমার বসত বাড়িতে হামলা চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর দুর্বৃত্তরা বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষণে ঘর দুইটি ভস্মিভুত হয়েছে বলে অভিযোগ করেন বিধবা সালমা বেগম। সালমা বেগম বলেন, নদীর ভাঙ্গনে বসত ভিটা, সরকারী ভাবে পাওয়া গুচ্ছগ্রামও বিলিন হয়েছে। মাথা গোজা ঠাই নেই। তাই দেবরের জমির এক পার্শে¦ ঘর তুলে দিন যাপন করছেন তিনি। কষ্টে সাজানো সংসার হঠাৎ হামলা করে আগুনে ছাই করেছে সন্ত্রাসীরা। তিনি প্রশাসন ও মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে সালমার দেবর ইচাহাক আলী জানান, বিধবা সালমার বসত ভিটা তাদের পৈত্রিক জমি। এই জমি দীর্ঘ দিন ধরে জবর দখলে চেষ্টা করছে আব্দুল মালেক সরকার। স্থানীয় ভাবে শ্যালিস বৈঠকে বৈধ কাগজ দেখাতে না পরলেও ক্ষমতার জোড়ে জমি দখল করতে চায়। তার হাত থেকে রক্ষা পেতে আদালতের আশ্রয়ও নিয়েছেন তিনি। আগুনে বাড়ি জ্বালিয়ে দেয়ার বিষয়ে আদিতমারী থানায় মামলা দায়েরের পুস্ততি চলছে বলে জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×