ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলার জনগণ এখন উন্নয়ন চায় : আইনমন্ত্রী

প্রকাশিত: ০২:১০, ২১ সেপ্টেম্বর ২০১৮

বাংলার জনগণ এখন উন্নয়ন চায় : আইনমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এস কে সিনহার যে বই সেটা হচ্ছে একজন পরাজিত লোকের হা- হুতাশ।’ আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনিসুল হক। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা একটি বই প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। কসবার মূলগ্রাম ইউনিয়নের চারাগাছ বাজারে নির্বাচনী পথসভা করেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি কেন যারা এস কে সিনহার মাধ্যমে জুডিসিয়াল ক্যু করার ষড়যন্ত্র করেছিল সে পরাজিত শক্তি আবারো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এস কে সিনহার যে বই সেটা হচ্ছে একজন পরাজিত লোকের হা হুতাশ। কিন্তু বাংলার জনগণ এখন এসব নিয়ে ভাববে না। বাংলার জনগণ এখন উন্নয়ন চায়। উন্নয়নের শিখরে উঠতে চায়। তাই নৌকা মার্কায় ভোট দেবে।’ এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন বকুল, রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
×