ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে ॥ মাশরাফি

প্রকাশিত: ১৯:০৭, ২২ সেপ্টেম্বর ২০১৮

আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে ॥ মাশরাফি

অনলাইন ডেস্ক ॥ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল গুরুত্বহীন। কিন্তু রবিবার সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ভীষণরকম গুরুত্বপূর্ণ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে হারাতে হবে আফগানদের। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সেই আশার কথা শোনালেন মাশরাফি বিন মুর্তজা। “আমরা টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাইনি। ভালো করে ঘুরে দাঁড়ানোর এখনও সুযোগ আছে। একটা দিন সময় আছে পরের ম্যাচের আগে। নিজেদের একটু গুছিয়ে নিয়ে পরের ম্যাচে নামতে হবে।” কাজটা যদিও সহজ হবে না মোটেও। আবু ধাবির উইকেট দুবাইয়ের তুলনায় ব্যাটিংয়ের জন্য আরেকটু কঠিন। সেখানেই সামলাতে হবে আফগানদের দুর্দান্ত স্পিন আক্রমণ। মাশরাফি আছেন ভালো দিনের আশায়। “আমার কাছে মনে হয় এখনো সম্ভব (ফাইনাল)। আমার কাছে মনে হয়, এত হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই দুটি ম্যাচে হার হতাশার। এটা কেউই চায়নি। বিশেষ করে এই ম্যাচের ফলাফলটা একটু বেশি হতাশার। কারণ গত ম্যাচের তুলনায় আজকের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আজকেও আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। অবশ্যই হতাশার।” “তবে আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। একটা ভাল দিনেই সব বদলে যেতে পারে। আফগানিস্তানের সাথে ম্যাচে যদি আমরা জিততে পারি, তাহলে ৫০-৫০ চান্স চলে আসবে। এরপর পাকিস্তানের সাথে ম্যাচে জিতলে ভালো সুযোগ থাকবে (ফাইনালের)।”
×