ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

প্রকাশিত: ১৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টারবাত জেলায় সিলিন্ডার বিস্ফোরণে অন্তত দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২২ জন। স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের উপজেলা টারবাতের শাপাক এলাকায় শুক্রবার একটি বাড়ির খোলা রান্নাঘরে রান্নার সময় এই বিস্ফোরণ ঘটে। ওই সময় সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল। বাড়িতে নারী ও শিশুসহ প্রায় ৫০ জন অতিথি ছিল। বিস্ফোরণে পর আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর্পস (এফসি)-এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাকিস্তান সেনাবাহিনীর গণযোগাযোগ বিভাগ ইন্টারসার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এফসি সদস্যরা একটি পরিবারের ২২ সদস্যকে উদ্ধার করেছে। এরা মারাত্মকভাবে পুড়ে গেছে। হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। -বাসস
×