ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে, নিহত ১

প্রকাশিত: ২০:১৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

খাগড়াছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে, নিহত ১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মহালছড়িতে পাথর বোঝাই ট্রাক বেইলী ব্রীজের পাটাতন ভেঙে চেঙ্গী নদীতে পড়ে একজন নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় মহালছড়ির মুবাছড়ি যাওয়ার পথে সিঙ্গিনালা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজের ৬ ঘন্টা পর স্থানীয়দের সহায়তায় মো: মোমিনুল হক নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার বাড়ি খাগড়াছড়ি মহালছড়ির মাইসছড়ি গ্রামে। প্রত্যক্ষদর্শী মো: রুকন মিয়া জানান, রংপুর থেকে পাথর বোঝাই একটি ট্রাক মহালছড়ির মুবাছড়ি যাচ্ছিল। মহালছড়ির চেঙ্গী বেইলী সেতু পার হওয়ার সময় ব্রীজের পাটাতন ভেঙ্গে গিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক ৪ জনকে উদ্ধার করে। এদের মধ্যে চালক আকতার উল আলম মাথায় আঘাত পাওয়ায় তাকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহালছড়ি থানার ওসি নূরে আলম জানান, পাথর বোঝাই ট্রাকটি মুবাছড়ি এলাকায় যাচ্ছিল। অতিরিক্ত বোঝাইয়ের কারণে সিঙ্গিনালা এলাকার চেঙ্গী সেতুর বেইলী ব্রীজ পার হওয়ার সময় পাটাতন ভেঙ্গে গিয়ে নদীতে পড়ে যায়। এসময় চালকসহ ট্রাকে ৫ জন লোক ছিল। ৪ জনকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ ছিল। বিকেল ৪ টার দিকে স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, মহালছড়ি সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন ঊর্মি পরিদর্শন করেছেন।
×