ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে অল্প সময়ের ঝড়ে ফল বাগানের ব্যপক ক্ষতি

প্রকাশিত: ২৩:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৮

ঝিনাইদহে অল্প সময়ের ঝড়ে ফল বাগানের ব্যপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এই ঝড়-বৃষ্টির ঘটনা ঘটে। আধাঘন্টা সময়ের এই ঝড়ে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামের চেঙাগাড়ির মাঠের সমস্ত কলাগাছ ভেঙ্গে লন্ড-ভন্ড হয়ে গেছে। খবর পেয়ে সদর উপজেলার দু’জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১২টার পর হঠাত করে ঝড়-বৃষ্টি শুরু হয়। বজ্রপাতও হয়। এতে কোন বাড়ি-ঘরের ক্ষতি হয়নি। শুধু একটা মাঠের সমস্ত কলাগাছ ভেঙে চুরমার হয়ে গেছে। ভেঙ্গে যাওয়া কলা গাছের পরিমান ২০-২৫ বিঘা বলে জানা গেছে। এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ বিভাগের ডেপুটি ডিরেক্টর জিএম আব্দুর রউফ বলেন, দু’জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলেন।
×