ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ৫

প্রকাশিত: ২৩:৩৩, ২২ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী সরকারী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের বিশেষ শাখার এক সদস্য সহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে প্রথমে পটুয়াখালী সরকারী কলেজ ক্যাম্পাসে ও পরবর্তীতে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সকালে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সাথে সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মইন খান চানু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াজ সিকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাসার আরজু, পুলিশের বিশেষ শাখার সদস্য জামাল উদ্দিনসহ অন্ত ৫ জন আহত হন। পরবর্তীতে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আবারও দুপক্ষ সংঘর্ষে জরিয়ে পরে। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
×