ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৫, ২২ সেপ্টেম্বর ২০১৮

ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ অব্যাহত থাকায় নদী মাতৃক বাংলাদেশ চলতি বছরে মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং একচল্লিশ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশের কাতারে উপনীত হবে বলে মন্তব্য করেছেন, ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। আজ শনিবার দুপুরে লক্ষিকুন্ডার পদ্মা নদীতে আনন্দ ঘণ নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। লক্ষিকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় আওয়ামীলীগ নেতা নায়েব আলী বিশ্বাস,মকলেছুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব সাব্বির আহমেদ,এডিসি শাহিদ হক,ইউএনও আলমামুন,এসিল্যান্ড জুবায়ের হোসেন,ওসি আজিম উদ্দিন, ও জনকন্টের স্টাফ রিপোর্টার ৗেহিদ আক্তারপান্নাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। প্রাণের প্রতীক নৌকা, চিরায়ত শ^াসত বাংলার প্রতীক নৌকা, ফজলুলহক-ভাসানীর নৌকা, বঙ্গবন্ধ্রু নৌকা ও নির্বাচনের প্রতীক নৌকা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা নীরবে নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে চলেছেন। দেশ উন্নতির দিকে যাচ্ছে। গণমানুষের উন্নতি হলে দেশ উন্নত হবে। জাতির জনকের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি সংগ্রামে বাঙালি জাতি বিজয় অর্জন করেছে। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে এবারও জয়যুক্ত করে শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে হবে। আনন্দঘন পরিবেশে পদ্মা নদীর দুকুল ছাপিয়ে হাজার হাজার দর্শক নৌকা বাইচ খেলা উপভোগ করেন। বঙ্গবন্ধু এক্সপ্রেস ফাইটার, সোনার তরী, ময়ুরপক্সক্ষী বিভিন্ন নামে এরকম ৮টি নৌকা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
×