ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও ভাবনা শীর্ষক মতবিনিময়

প্রকাশিত: ০০:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

কলাপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও ভাবনা শীর্ষক মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউপি কমপ্লেক্স প্রাঙ্গনে আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জঙ্গী তৎপরতা রোধ, যৌন হয়রাণি, মাদক বাল্যবিবাহ, নারী নির্যাতন ও শিশু নির্যাতন মানব পাচার বিষয়ক এ সভায় ইউএনও মো. তানভীর রহমান সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মেদ প্রমুখ। উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মঞ্জুরুল আলম, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, আনছার উদ্দিন মোল্লা, ইমাম মাওলানা আব্দুর রহিম, নিকা রেজিস্টার আনোয়ার হোসেন, মাদ্রাসা সুপার শফিকুল ইসলাম, শিক্ষার্থী রাশেদুল আলম, মহিলা মেম্বার শিল্পী বিশ্বাস, গণমাধ্যম কর্মী মনিরুল ইসলাম। ইমাম হাফেজ আব্দুর রহিম বলেন, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইমামদের সম্মানিত করেছেন। জনগণের মাঝে সরকারের সকল সেবা নির্বিঘ্নে পৌঁছে দিতে জেলা-উপজেলা প্রশাসন সর্বাত্মক আন্তরিক রয়েছে। পরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর ছবিসহ নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব লেখা সংবলিত লিফলেট সকলকে বিতরন করে শপথ করান। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
×